আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এফবিএ)-এর আয়োজনে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ এর অংশ হিসেবে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর)।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম। এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সেমিনারের সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম তার বক্তব্যে দেশের উন্নয়নের জন্য কর প্রদানের গুরুত্বের ওপর জোর দেন। এ ছাড়াও তিনি কর প্রদানে প্রযুক্তির ব্যবহার এবং কর আদায়কে আরও সহজীকরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এআইইউবি-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান প্রধান বক্তাকে তার উপস্থাপনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. ফারহিন হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান মিস বোহী শাজাহান, হিসাব ও নিরীক্ষা অফিসের পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন