কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল পেমেন্টের নতুন সংযোজন পাঠাও পে

পাঠাও পে-এর পেমেন্ট সিস্টেমের ব্যানার। ছবি : সৌজন্য
পাঠাও পে-এর পেমেন্ট সিস্টেমের ব্যানার। ছবি : সৌজন্য

পাঠাও-বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে এল ডিজিটাল ওয়ালেট সেবা ‘পাঠাও পে’। এটি একটি অত্যাধুনিক ডিজিটাল ওয়ালেট সেবা, যার লক্ষ্য বাংলাদেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ বদলে দেওয়া। পাঠাও পে-এর বিশাল পরিধির সেবা আর্থিক লেনদেনকে সহজতর করবে। যাতে এর ব্যবহারকারীরা যেভাবে চান সেভাবে লেনদেন করতে পাবেন। প্রয়োজনে অর্থের জাগান পাবেন এবং যেভাবে উচিত সেভাবে নিজের আয়-ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সফট লঞ্চে, শুধু ছোট পরিসরে মনোনীত ইউজারদের পাঠাও-এর ইনার সার্কেল-এ যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে, যারা পাবেন পাঠাও পে-এর প্রিমিয়াম ফিচারগুলোর এক্সক্লুসিভ এক্সেস ও এক্সাইটিং সব অফার।

পাঠাও পে বিভিন্ন সার্ভিস প্রদানের মাধ্যমে পেমেন্ট এক্সপেরিয়েন্সকে দ্রুত, ফ্লেক্সিবল এবং ঝামেলাহীন করবে। ব্যবহারকারীরা পাবেন কিছু নতুন ধরনের সুবিধা, যেমন- স্লিট পে-এর মতো আকর্ষণীয় ফিচার। যা একাধিক ব্যবহারকারীদের নিজেদের মধ্যে বিলটি ভাগ করে পরিশোধ করার সুবিধা দিবে। এ ছাড়াও রয়েছে এটিওএম, যা ব্যবহারকারীদের পাঠাও পে ব্যবহার করে ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও সরাসরি সোর্স অব ফান্ড থেকে সেই সময়েই অর্থ পরিশোধ করার সুযোগ দেবে। ইউজারগণ তাদের কার্ড, ব্যাংক ট্রান্সফার বা নগদ-এর মাধ্যমে সহজেই ফান্ড অ্যাড করতে পারবেন। ফান্ড জমা হলেই, ইউজার তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা পার্টনার এটিএম-এ ক্যাশআউট অপশন থেকে ক্যাশ টাকা তুলতে পারবেন।

এই সফট লঞ্চে থাকছে ব্যবহারকারীদের জন্য বিশাল ক্যাশব্যাক পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ। প্রত্যেক ব্যবহারকারী পাঠাও পে-এর মাধ্যমে পাঠাও সার্ভিসের জন্য পেমেন্ট করে পাবেন ৫৫০ টাকা পর্যন্ত, ৫০% ক্যাশব্যাক। পাঠাও ফুড-এর দুটি অর্ডারে পাঠাও পে দিয়ে পেমেন্ট করে পাবেন সর্বোচ্চ ২৫০ টাকা ক্যাশব্যাক (প্রতি অর্ডারে ১২৫টাকা পর্যন্ত)। একইভাবে, পাঠাও কার-এর দুটি রাইডে পাবেন সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক (প্রতি রাইডে ১০০টাকা পর্যন্ত), পাঠাও বাইক-এর দুটি রাইডে পাবেন সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক (প্রতি রাইডে ৫০ টাকা পর্যন্ত)। ইউজার এই ক্যাশব্যাক পাবেন ক্রেডিট ট্রানজেকশন হওয়ার পরবর্তী কার্যদিবসে।

দেরি না করে এখনই আপডেট করে ফেলুন পাঠাও অ্যাপ অথবা জয়েন করুন ইনার সার্কেল -এর ওয়েটলিস্টে।

এই লঞ্চের মাধ্যমে পাঠাও পে, পাঠাও -এর ডিজিটাল ইকোসিস্টেমের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং সার্বজনীন ও সহজতর ফিন্যান্সিয়াল ল্যান্ডস্কেপে ইতিবাচক ভূমিকা রেখেছে। যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ, সুবিধাজনক হয়ে আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি, সাধারণ মানুষের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। পাঠাও বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান। পাঠাও আপনাদের সঙ্গে আছে ১ কোটিরও বেশি গ্রাহক এবং ৩ লাখ চালক-ডেলিভারি এজেন্ট, ১ লাখ মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের সুবিশাল নেটওয়ার্ক নিয়ে। এ পর্যন্ত বাংলাদেশে ৫ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে পাঠাও এবং তাদের উপার্জনক্ষম করে তোলার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ও অবদান রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে দলীয় কর্মীর রগ কর্তন

টিয়া পাখির বাচ্চা রক্ষায় ঢাবিতে ছাত্রদল নেতার অভিনব উদ্যোগ

কাশ্মীরে হামলার খেসারত দেবে রাজনৈতিক বন্দিরা ?

মাকে বিদায় জানালেন তারেক রহমান

নিখোঁজের ৫ দিন পর কেওড়া বাগানে মিলল যুবকের লাশ

অনড় কুয়েট শিক্ষক সমিতি, লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারে আলটিমেটাম

হেফাজতে ইসলামকে আইনি নোটিশ দিলেন এনসিপির তিন নেত্রীসহ ৬ নারী

চট্টগ্রামে বিরল প্রজাতির রাজ ধনেশের বাচ্চা উদ্ধার

হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া

স্মার্ট টিভির বদলে টাচস্ক্রিন ডিসপ্লে পাবে শিক্ষার্থীরা 

১০

বন্ধ হলো একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপি

১১

সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১২

রাতের আঁধারে ৫২০টি পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৩

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন, উদ্ধার ৩

১৪

আইসিসির এপ্রিল সেরার দৌড়ে মিরাজ

১৫

গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি আটক

১৬

জাল স্বাক্ষরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

সংকটে জর্জরিত পাকিস্তান, ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

১৮

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৯

ভারতীয় প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানিদের দখলে!

২০
X