কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোডার্সট্রাস্ট ও নিউইয়র্ক সিটি কলেজের মাঝে অংশীদারিত্ব প্রতিষ্ঠা

কোডার্সট্রাস্ট ও নিউইয়র্ক সিটি কলেজের মাঝে অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয়েছে। ছবি : সৌজন্য
কোডার্সট্রাস্ট ও নিউইয়র্ক সিটি কলেজের মাঝে অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয়েছে। ছবি : সৌজন্য

বৈশ্বিক ডিজিটাল-প্রকৌশল ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী সিটি কলেজের সঙ্গে যৌথ সহযোগিতার অংশীদারিত্ব গড়ে তুলেছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সিটি কলেজ অব নিউইয়র্ক সিটি ইউনিভারসিটি অফ নিউইয়র্কের একটি মূল অঙ্গপ্রতিষ্ঠান।

এ সহযোগিতার আওতায় শিক্ষার্থীদেরকে চাকরির বাজারের প্রয়োজনীয় চাহিদা মোতাবেক দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য প্রস্তত করে তুলবে এবং বৈশ্বিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা বৃদ্ধি ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে সিটি কলেজের সম্প্রসারণ ঘটবে। এ উদ্যোগের ফলে ২০হাজারেরও বেশি শিক্ষার্থী এবং সদ্য পাশ করা স্নাতকদের উপকারে আসবে।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কোডার্সট্রাস্টের চেয়ারম্যান আজিজ আহমদ এবং সিটি কলেজের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. জুয়ান কার্লোস মেরকাডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) এর এশিয়ান আমেরিকান/এশিয়ান রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ড. জয়েস ময়, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব এনআই খান, জাতিসংঘের একটি চুক্তিবদ্ধ সংগঠন ইউনিভার্সিটি ফর পিসের বিশেষ উপদেষ্টা অধ্যাপক মেলিসা ওয়াইলড এবং কোডার্সট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিটি কলেজ ও কোডার্সট্রাস্টকে অভিনন্দন জানিয়ে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের মহতি লক্ষ্যসমূহকে আরও শক্তিশালী করবে ও তা বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী বেকার, ছদ্মবেকার বা অর্ধবেকার যুব সমাজকে বিশেষ করে বেকার নারীদের দক্ষ কর্মীশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে কোডার্সট্রাস্টের নিরলস ভূমিকা ও প্রয়াস সমূহের প্রশংসা করেন।

কিউনির ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের ডিন ড. জুয়ান মেরকাডো কোডার্সট্রাস্টকে অবহেলিত, বেকার, অর্ধবেকার বা ছদ্মবেকার ও পিছিয়ে পড়া যুবক এবং মহিলাদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে দৃষ্টি নিবদ্ধ রাখা ও নিবেদিত থাকার জন্য প্রশংসা করেন।

তিনি বলেন, ‘কোডার্সট্রাস্টের সঙ্গে এ চুক্তি আমাদের, বিশেষ করে সিটি কলেজের কন্টিনিউিং অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের আজকের চাকরির বাজারের জন্য ক্রমবর্ধমান চাহিদাধীন ক্ষেত্রগুলিতে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি করে দেবে, বিশেষ করে বিশ্বব্যাপী চাকরির বাজারে প্রবেশ করার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে।

কোডার্সট্রাস্টের চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, সিটি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে এ অংশীদারিত্ব তার জন্য ব্যক্তিগতভাবে বিশেষ অর্থ বহন করে এবং তিনি সিটি কলেজের কর্তৃপক্ষের নিকট এ সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ। এ সুযোগ তাকে বেকার, অর্ধবেকার বা ছদ্ম বেকার যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে রুপান্তর করার অংশীদারিত্বমূলক দায়িত্ব পালন করার পথ তৈরি করে দিয়েছে। এর ফলে তিনি নিউইয়র্ক ও বাংলাদেশ যৌথ বাসিন্দা হিসেবে উভয় স্থানের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন।

জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মেলিসা ওয়াইল্ড বলেন, চলমান বিশ্ব অর্থনীতিতে অবদান রাখতে পারে এমন অত্যাবশ্যকীয় উপাদান যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগড্যাটা বা বড় উপাত্ত ইত্যাদি যুবসমাজের দক্ষতা বৃদ্ধির জন্য বিবেচনায় নিয়ে দক্ষতা উন্নয়নের কর্মে লাগানো এখন সময়ের দাবি এবং বিভিন্ন দলে বিভক্ত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এগুলো অত্যন্ত প্রাসংগিক ও অত্যাবশ্যক।

বিশেষ অতিথি ড. জয়েস ময় বলেন, আজিজ আহমদ একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন নীরব সৃজনশীল ব্যক্তিত্ব। জনকল্যাণ মূলক কর্মে নিবেদিত প্রাণ আজিজ আহমদ যে কাজ শুরু করেছেন সেখানেই তিনি সার্থকতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তার আন্তরিকতা, একাগ্রতা ও নিষ্ঠার জন্য।

কিউনি ও কোডার্সট্রাস্টের মাঝে সদ্য সৃষ্ট অংশিদারীত্বের বিষয়ে ড. জয়েস ময় বলেন, এ অংশিদারীত্বের মূল প্রতিপাদ্য বিষয় হল যুবসমাজের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ যেখানে বিশাল সম্ভাবনা লুকায়িত রয়েছে যার উপর নির্ভর করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি।

তিনি আরও বলেন, মানুষের মনে তার জীবন ও জীবিকার মান উন্নয়নের আশার বাণী জাগ্রত করে সৃজনশীল কর্ম প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। সেক্ষেত্রে আমরা সুযোগ এবং সম্পদ ভাগাভাগি করে নিয়ে যৌথ সম্পর্ক তৈরির মাধমে পৃথিবীকে আমাদের মতো করে চলার কথা আরও বেশি করে চিন্তা করতে পারি এবং এ সহযোগিতার আওতায় প্রাথমিকভাবে আধুনিক ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় অন্যান্য কারিগরি এবং ব্যবসায়িক দক্ষতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, সাইবার সিকিউরিটি, ক্লাউড এবং ব্লকচেইন এর মতো প্রায় ২৫ এর বেশী দক্ষতা অর্জনের ও শিক্ষা অর্জনের নতুন পথ খুলে দেয়া সম্ভব হবে।

কোডার্সট্রাস্ট সম্পর্কে তথ্য :

কোডার্সট্রাস্ট একটি বিশ্বব্যাপী ডিজিটাল প্রকৌশলে প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ার প্রতিষ্ঠান। শিক্ষামূলক প্রকৌশলের উপর ভিত্তি করে ও তার সহায়তায় কোডার্সট্রাস্টের লক্ষ্য হলো পিছিয়ে থাকা, সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীকে - বিশেষ করে যুবক ও নারীসমাজের জন্য - চলমান ডিজিটাল যুগের জন্য দক্ষ করে দিয়ে প্রস্তত করা এবং বৈশ্বিক পরিসরে আর্থিক স্বাধীনতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য কর্মের সুযোগের সাথে সংযুক্ত করা। কোডার্সট্রাস্ট বিশ্বব্যাপী কোটি কোটি তরুণকে দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি টেকসই ও প্রসারযোগ্য বাজারভিত্তিক মডেল গড়ে তুলেছে, যাতে করব যুব সমাজের জন্য কর্মসংস্থান, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং দীর্ঘস্থায়ী সামাজিক প্রতিষ্ঠা নিশ্চিত হয়।

নিউইয়র্কের সিটি কলেজ সম্পর্কে তথ্য :

নিউইয়র্কের সিটি কলেজ হল নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয় (সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক - কিউনি) ব্যবস্থার অধীনস্থ একটি সরকারি গবেষণা মূলক বিশ্ববিদ্যালয় যা সংক্ষেপে সিটি কলেজ অব নিউইয়র্ক বা সিসিএনওয়াই নামেও পরিচিত)। ১৮৪৭ সালে প্রতিষ্ঠিত সিটি কলেজ যুক্তরাষ্ট্রের প্রথম বিনামূল্যে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল। এটি সিটি ইউনিভার্সিটির ২৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে পুরোনো এবং এটি তাদের প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে : নামাজের সময়সূচি

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ধান ক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা

করলা চাষে দ্বিগুণ লাভে খুশি কৃষক

আপেল বাগান দেখতে প্রতিদিন শতশত মানুষের ভীড়

জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হালিমার

আম কুড়াতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

কর্ণফুলীর বালুচরে সবুজের বিপ্লব

বেড়া পাউবো / ৩৭ কর্মকর্তার বদলির আবেদনে তোলপার

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব ২০ পরিবার

১০

জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে দিশেহারা পরিবার

১১

নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য দিল র‍্যাব

১২

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৩

ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর

১৪

ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে শিক্ষার্থী খুন

১৫

ছাত্রলীগ কর্মীকে বেধড়ক কোপাল প্রতিপক্ষরা

১৬

মেট্রোরেল কর্তৃপক্ষকে আল্টিমেটাম

১৭

অবশেষে লালমনিরহাটে কাঙ্ক্ষিত বৃষ্টি

১৮

মিষ্টি বিতরণের ধুম / চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

১৯

উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

২০
X