চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৪:০৫ এএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়েও স্থায়ী হলো না চাকরি, চিনিকল শ্রমিকের আত্মহত্যা

মৃত ইউসুফ রানা। ছবি : সংগৃহীত
মৃত ইউসুফ রানা। ছবি : সংগৃহীত

দর্শনার কেরু এন্ড কোং চিনিকল কারখানা বিভাগের একজন কর্মচারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেনসহ বেশ কয়েকটি কারণে আগেরদিন বাড়িতে ঝামেলা হয় তার।

মৃতের নাম ইউসুফ রানা (৫০)। তিনি দর্শনা হিজলগাড়ি গ্রামের তোরাব আলির ছেলে। তিনি চিনিকলের কারখানা বিভাগের ম্যাংগাপ্যান হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৩০ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন মৌসুমি কর্মচারী হিসেবে চিনিকলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এ বছর মিল কর্তৃপক্ষ মৌসুমি থেকে স্থায়ীকরণের সার্কুলার দিলে অন্যান্যদের সঙ্গে তিনিও স্থায়ীকরণের আবেদন করেন। পরে পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দেন। ১০৪ জন পরীক্ষায় কৃতকার্য হয়। সেই তালিকায় ছিলেন না ইউসুফ।

জানা যায়, এনজিও থেকে ঋণ, নিজস্ব হোটেল ও পরিবার থেকে বেশ কিছু টাকা চাকরি স্থায়ীকরণের জন্য দেওয়া হয়েছিল। চাকরির ওয়েটিং লিস্টে ইউসুফ রানার নাম আছে বলে কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েছিল। গত দেড়মাস অতিবাহিত হলেও চাকরি তো দূরের কথা আসল টাকাও ফেরত পাননি তিনি।

দিনে দিনে ঋণের বোঝা বাড়তেই থাকে। ফলে নানামুখী ঝামেলার বিষয় নিয়ে গত দু-তিন দিন ধরে তার বাড়িতে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার সকালে ইউসুফ সবার অজান্তে বাড়ির পাশে মাঠে গিয়ে ঘাসমারা বিষপান করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রোববার ভোরে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বেগমপুর ইউপি সদস্য আলিকদর ও প্রতিবেশী জসিম বলেন, ইউসুফ কেরু এন্ড কোং চিনিকলে মৌসুমি কর্মচারী ছিলেন। চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে মোটা অংকের টাকা দেন ইউসুফ। এসব টাকা উদ্ধার করতে না পেরে বাড়িতে অশান্তির কারণে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

কেরু এন্ড কোংয়ের মহা-ব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার জানান, ইউসুফ রানা বলে আমি কাউকে চিনি না। চাকরির বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি ব্যস্ত আছি, পরে কথা বলব।

এ বিষয়ে কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সেটি রিসিভ হয়নি।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, চিনিকলের কর্মচারী ইউসুফ রানার বিষয়ে রাজশাহী মেডিকেল থেকে আমাদের একটি ম্যাসেজ দিয়েছিল। মৃত্যুটি স্বাভাবিক নয়। আমরা একটি মামলা করে ফরওয়ার্ডিং করে রাজশাহী পাঠিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১০

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১১

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১২

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১৩

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৪

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৫

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৬

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৭

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৮

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৯

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

২০
X