তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালে মাথায় ফ্যান ভেঙে অল্পের জন্য বেঁচে গেলেন শিক্ষক

ক্লাস চালাকালে ভেঙে পড়া ফ্যান। ছবি : কালবেলা
ক্লাস চালাকালে ভেঙে পড়া ফ্যান। ছবি : কালবেলা

বরগুনায় দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীদের ক্লাস চলাকালে ভবনের ছাদের বিম ভেঙে ফ্যান ছিড়ে শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শ্রেণিতে থাকা অর্থ শতাধিক শিশু শিক্ষার্থী। ঘটনার সময় শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে যায়।

পরে আহত শিক্ষককে অন্য শিক্ষকরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, পিইডিপি-২ প্রকল্পের অধীনে ২০০৬ সালে তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ ভবন নির্মাণে অনিয়ম ও ত্রুটি ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ক্লাস চলাকালে ভবনের ছাদের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হন। আহত শিক্ষককে অন্য শিক্ষকরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অল্পের জন্য ওই শ্রেণি কক্ষে থাকা অর্ধ শতাধিক শিক্ষার্থী রক্ষা পেয়েছে।

খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। এ ঘটনায় এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। ভবন নির্মাণের ১৮ বছরের মাথায় বিম ধসে ফ্যান ছিঁড়ে শিক্ষক আহত হওয়ায় ঘটনায় তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

বিদ্যালয় অভিভাবক মো. নজরুল ইসলাম বিশ্বাস ও কামরুল ইসলাম বলেন, নির্মাণের ১৮ বছরের মাথায় ভবনের বিম ভেঙ্গে শিক্ষক আহতের ঘটনায় আমরা হতাশ। কীভাবে আমাদের শিশু সন্তানদের বিদ্যালয়ে পাঠাবো? এতে অভিভাবকরা বেশ দুশ্চিন্তায় আছি। দ্রুত এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আহত সহকারী শিক্ষক মো. আবু বকর সিদ্দিক বলেন, ক্লাসে পাঠদান করছিলাম। হঠাৎ বিম ধসে ফ্যান ছিড়ে আমার মাথায় পড়ে। এতে আমার বেশ জখম হয়েছে। অল্পের জন্য শিশু শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, আহত শিক্ষককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আতংকিত। এ ঘটনায় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফেরাতে কষ্ট হবে।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী

বাংলাদেশে কারাদণ্ডের রায়ে টিউলিপের প্রতিক্রিয়া

যে ৫ লক্ষণে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

জামায়াত নেতার বাড়িতে আগুন, সব পুড়ে ছাই

প্রশাসনের ২২ কর্মকর্তার পদোন্নতি

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিঃশব্দে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? জানুন ৫ লক্ষণ

মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে : চিফ প্রসিকিউটর

আমরণ অনশনে বসলেন এনসিপি নেতা জাহাঙ্গীর

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার সংবাদ প্রকাশ না করার আহ্বান

১০

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

১১

ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

১২

যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ ক্রোক করল দুদক

১৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

১৪

মেট্রোরেল-এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চুক্তি স্বাক্ষর

১৫

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দাঁড়াল দেশবন্ধু গ্রুপ

১৬

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১৭

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

১৮

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

১৯

বাবা বেঁচে আছে কিনা জানি না, ইমরান খানের ছেলে

২০
X