কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পানির নিচে বাড়িঘর, নৌকায় থাকছেন মানুষজন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি একটি খণ্ড চিত্র। ছবি : কালবেলা
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি একটি খণ্ড চিত্র। ছবি : কালবেলা

কুড়িগ্রামে নদ-নদীগুলোর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৯ উপজেলার ৫৫টি ইউনিয়নের প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ। জেলার ৪২১টি চর-দ্বীপচর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ৭ দিন ধরে বন্যাকবলিত হয়ে পড়েছেন মানুষজন। বাড়িঘরে পানি থাকায় লোকজন নৌকায় বসবাস করছেন।

বুধবার (১০ জুলাই) সারাদিন সরেজমিনে দেখা যায়, ২য় ধাপের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না । চরাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কলাগাছের ভেলায় সম্বল এসব বানভাসীদের। একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকছেন তারা। সরকারিভাবে ত্রাণ সহায়তা পৌঁছলেও বেসরকারিভাবে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

অনেকেই সহায়তা পেলেও রান্না করার সরঞ্জাম না থাকায় শুকনো খাবারের ওপর নির্ভর হয়ে আছেন। এমন পিরিস্থিতিতে স্থানীয়রা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গবাদিপশু নিয়ে। কাঁচা ঘাস ও খড় না থাকায় ভোগান্তি চরমে উঠেছে। টিউবওয়েল ও টয়লেট তলিয়ে থাকায় পয়ঃনিষ্কাশনেও বিপাকে তারা। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে ৮৩টি মেডিকেল টিম কাজ করলেও দুর্গম চরাঞ্চলগুলোতে তাদের দেখা যাচ্ছে না।

চর ভগবতীপুরের বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘গরুগুলো নিয়ে খুব কষ্টে আছি। আমরা এক বেলা না খেয়ে থাকতে পারলেও অবলা পশু তো পারে না। খুব কষ্ট হচ্ছে।’

আরেক বাসিন্দা চানু বেগম বলেন, ‘স্বামী নেই, ১টা বাচ্চা নিয়া নৌকার মধ্যে আছি। সকাল থেকে আজ অনাহারে। কেউ কোনো সহযোগিতা করেনি। অবর্ণনীয় কষ্টে আছি।’

দুপুর ৩টার জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সেমি, চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেমি, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর এ মুর্শেদ বলেন, বন্যাদুর্গত এলাকায় ৮৩টি মেডিকেল টিম কাজ করছে। ২০ হাজার খাবার স্যালাইন, ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৫ হাজার মেট্রো ট্যাবলেট বিতরণের জন্য দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার জেলার নদ-নদীর পানি গুলো সামান্য কমলেও উজানে ভারি বৃষ্টিপাত হবার কারণে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়ছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলাসহ অন্যসব নদ-নদীগুলোতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করবে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার জানান, বন্যা মোকাবিলায় বুধবার দুপুর পর্যন্ত ৫৪২ টন চাল, ৩২ লাখ ৮৫ হাজার টাকা ও ২৩ হাজার ১২০ প্যাকেট শুকনো খাবার ৯ উপজেলায় ত্রাণ বিতরণ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১০

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১১

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১২

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৩

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১৫

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১৬

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

১৭

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

১৮

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

১৯

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

২০
X