চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) উপকূল এক্সপেস নামে সেবামূলক ফেসবুক পেজের পক্ষ থেকে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়।
সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে কার্যক্রমের শুরু করা হয়। পরে ওই ট্রেনসহ ভৈরব পর্যন্ত বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জানানো হয়, ট্রেনে পাথর ছোড়া বড় ধরনের অপরাধ। এ জন্য শাস্তির বিধানও রয়েছে। নিরাপদ বাহন ট্রেনকে নিরাপদ রাখতে সকলের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা।
এ কার্যক্রমে যুক্ত মঈন মিয়া জানান, ট্রেনে পাথর ছোড়া বন্ধ করতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের এ প্রয়াস। লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে মানুষ সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনে এ কার্যক্রম প্রত্যক্ষ করা ওয়ার্ড কাউন্সিলর শিপন হায়দার বলেন, পাথর ছোড়ার মতো ঘটনা ট্রেন যাত্রীদের জন্য আতঙ্কের। এর বিরুদ্ধে এমন কর্মসূচি প্রশংসনীয়।
মন্তব্য করুন