বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা
জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মহাস্থান রূপালী ব্যাংক শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ব্যবস্থাপক জোবাইনুর রহমান। তাকে ৩টি ধারায় ২৭ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সে সঙ্গে একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনকে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬ থেকে ৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগাসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন।

মামলায় বলা হয়, মহাস্থান হাটের তিন ইজারাদার আজমল হোসেন, জাহিদুর রহমান ও মোশারফ হোসেন রূপালী ব্যাংক মহাস্থান গড় শাখার গ্রাহক। তারা মহাস্থান হাট ইজারার জন্য ২০১৭ সালের ৬ এবং ৯ এপ্রিল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা মূল্যের ৭টি পে-অর্ডারের জন্য আবেদন করেন। অথচ তারা একটি পে-অর্ডারের জন্য মাত্র ৯ লাখ ৭ হাজার ২৫ টাকা জমা দেন। কিন্তু তারপরও তাদের নামে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা মূল্যের ৭টি পে-অর্ডার ইস্যু করা হয়। এরপর একই বছরের ১১ এপ্রিল শিবগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই পে-অর্ডারের টাকাগুলো সরকারি নির্দিষ্ট হিসাবে জমা করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। তখন সেই ব্যাংক থেকে ক্লিয়ারেন্সের জন্য রূপালী ব্যাংক মহাস্থান শাখায় পাঠানো হয়। কিন্তু ওই পরিমাণ টাকা তখন ব্যাংকে না থাকায় ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক জোবায়নুর রহমান জাল এফডিআরের কাগজ তৈরি করে ব্যাংকের কয়েকজন গ্রাহকের নামে ভুয়া ঋণ উত্তোলন দেখিয়ে পে-অর্ডারের ওই অর্থ সমন্বয় করেন। এ কাজে তাকে ব্যাংকের ৩ কর্মকর্তা সহযোগিতা করেন।

পরে বিষয়টি জানাজানি হলে রূপালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জোবায়নুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু ততদিনে অভিযুক্ত কর্মকর্তা জোবায়নুর রহমান পালিয়ে যান। পরে র‌্যাব অভিযান চালিয়ে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

১০

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১১

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

১২

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

১৩

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

১৪

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

১৫

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১৭

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১৮

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৯

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

২০
X