বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ড

জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা
জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মহাস্থান রূপালী ব্যাংক শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ব্যবস্থাপক জোবাইনুর রহমান। তাকে ৩টি ধারায় ২৭ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সে সঙ্গে একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনকে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬ থেকে ৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগাসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন।

মামলায় বলা হয়, মহাস্থান হাটের তিন ইজারাদার আজমল হোসেন, জাহিদুর রহমান ও মোশারফ হোসেন রূপালী ব্যাংক মহাস্থান গড় শাখার গ্রাহক। তারা মহাস্থান হাট ইজারার জন্য ২০১৭ সালের ৬ এবং ৯ এপ্রিল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা মূল্যের ৭টি পে-অর্ডারের জন্য আবেদন করেন। অথচ তারা একটি পে-অর্ডারের জন্য মাত্র ৯ লাখ ৭ হাজার ২৫ টাকা জমা দেন। কিন্তু তারপরও তাদের নামে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা মূল্যের ৭টি পে-অর্ডার ইস্যু করা হয়। এরপর একই বছরের ১১ এপ্রিল শিবগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই পে-অর্ডারের টাকাগুলো সরকারি নির্দিষ্ট হিসাবে জমা করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়। তখন সেই ব্যাংক থেকে ক্লিয়ারেন্সের জন্য রূপালী ব্যাংক মহাস্থান শাখায় পাঠানো হয়। কিন্তু ওই পরিমাণ টাকা তখন ব্যাংকে না থাকায় ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক জোবায়নুর রহমান জাল এফডিআরের কাগজ তৈরি করে ব্যাংকের কয়েকজন গ্রাহকের নামে ভুয়া ঋণ উত্তোলন দেখিয়ে পে-অর্ডারের ওই অর্থ সমন্বয় করেন। এ কাজে তাকে ব্যাংকের ৩ কর্মকর্তা সহযোগিতা করেন।

পরে বিষয়টি জানাজানি হলে রূপালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি জোবায়নুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু ততদিনে অভিযুক্ত কর্মকর্তা জোবায়নুর রহমান পালিয়ে যান। পরে র‌্যাব অভিযান চালিয়ে শরীয়তপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১১

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১২

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৪

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৬

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৭

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৮

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৯

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

২০
X