কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চরাঞ্চলে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিলেন র‌্যাবের মহাপরিচালক

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। দেওয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসীরা। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানায় সরকারি এই সংস্থাটি।

রোববার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন র‌্যাবের মহাপরিচালসহ অন্যরা। আর সেই ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়িতে ফিরছেন বন্যার্তরা। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরঞ্চলের বন্যা দুর্গতরা।

সরেজমিনে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে বন্যাকবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯টি উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন বন্যাকবলিতরা। এ অবস্থায় তাদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির র‌্যাবের মহাপরিচালক।

চর যাত্রাপুরের বাসিন্দা মো. শামসুল আলম জানান, ১৫-২০ দিন ধরে বন্যার পানিত আছি। কোনো কাজ নেই। খাবারও শেষ হয়ে গেছে। কোনো সহযোগিতাও মেলেনি। আজ একটা ত্রাণের প্যাকেট পেয়েছি, সঙ্গে বিনাপয়সায় ওষুধ পাইছি, এই সাহায্য আমাদের খুবই উপকার হবে।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর কালবেলাকে জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যাকবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। র‌্যাবের সহায়তা বন্যার্তদের উপকারে আসবে। আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

ত্রাণ বিতরণের পর র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায মানুষের পাশে দাড়াতে র্যাব সর্বদা আন্তরিক বলে জানান তিনি।

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

কালবেলায় সংবাদ প্রকাশের পর পুলিশে রদবদল, সিএমপি পেল ২২ জন

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

১০

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

১১

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

১২

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

১৩

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

১৪

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

১৫

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

১৬

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১৭

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

১৮

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

১৯

ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

২০
X