শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
মিজানুর রহমান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

কলেজ অধ্যক্ষকে পিটিয়ে বের করলেন আ.লীগ নেতা

রোজী মোজাম্মেল মহিলা কলেজ। ছবি : কালবেলা
রোজী মোজাম্মেল মহিলা কলেজ। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুর পৌরশহরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অধ্যক্ষ মাহাতাব উদ্দিনকে মারধর করে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শারীরিক লাঞ্ছিতের শিকার ওই অধ্যক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, মাহাতাব উদ্দিন দুপুরে তার কক্ষে বসে দায়িত্ব পালন করছিলেন। দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ক্যাম্পাসে প্রবেশ করে মাহাতাব উদ্দিনকে ধমকাতে থাকেন। এক পর্যায়ে অধ্যক্ষ মাহাতাব উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন সভাপতি। জাহিদুল ইসলাম গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আছেন।

তারা বলেন, মাহাতাব উদ্দিনকে বের করে দেওয়ার পর অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন বাংলা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক রুহুল করীম আব্বাসী। এর কিছু পরে বিকাল তিনটার দিকে কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে আরও একটি তালা ঝুলিয়ে দেন মাহাতাব উদ্দিন। খবর পেয়ে সভাপতি জাহিদুল ইসলামের নির্দেশে জ্যেষ্ঠ শিক্ষক রুহুল করিম আব্বাসী, আব্দুস সামাদ, জয়নাল আবেদীন ও ফিরোজ হোসেন বিকেল ৪টার দিকে কলেজে প্রবেশ করে মাহাতাবের ঝুলানো তালাটি ভেঙে ফেলেন। তবে এ ব্যাপারে ওই শিক্ষকরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলেজ সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে রুহুল করিম আব্বাসীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয় পরিচালনা কমিটি। ওই সময় মাহাতাব উদ্দিনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিছুদিন দায়িত্ব পালনের পর মাহাতাব উদ্দিনকে কলেজ থেকে বের করে দেন রুহুল করিম আব্বাসী। এদিকে মাস দুয়েক আগে উচ্চ আদালত থেকে নিজের স্বপক্ষে আদেশ নিয়ে আবারো কলেজে প্রবেশের চেষ্টা করেন মাহাতাব উদ্দিন। কিন্তু তাকে কলেজে দায়িত্ব পালনে বাধা দিয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল করিম। ওই তালা ভেঙে আবার কলেজে প্রবেশ করে দুই মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন মাহাতাব উদ্দিন। তবে কলেজের প্রশাসনিক কাগজপত্র স্বাক্ষর করছিলেন দুজনই।

স্থানীয়রা জানান, নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, অধ্যক্ষ পদ নিয়ে দ্বন্দ্বসহ নানা কারণে কলেজটি মুখথুবড়ে পড়েছে। কলেজের প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষার্থীদের ফলাফলে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে।

শারীরিকভাবে লাঞ্ছিত অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, প্রতিদিনের মতো তিনি কলেজের প্রশাসনিক কাজ করছিলেন। হঠাৎ করে অ্যাডহক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কলেজ থেকে বের করে দেন।

রুহুল করিম আব্বাসীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, এসব ঘটনায় কোনো মন্তব্য তিনি করবেন না। ঘটনার সত্যতা নিয়ে কিছু জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন।

সভাপতি জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, তিনি কলেজে প্রবেশ করে মাহাতাব উদ্দিনকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেছেন মাত্র। শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’

দুই দফা দাবি / আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

১০

শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ

১১

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত

১২

রাজধানীর ইন্দিরা রোড থেকে এক আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন / অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব

১৪

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

১৫

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

১৬

চাকসুতে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

১৭

চট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল্ড কেনার উদ্যোগ চসিকের

১৮

রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক

১৯

পূজা উদযাপন পরিষদ নেতা গিরীধারী লালের পরলোকগমন

২০
X