টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে আ.লীগ ও ছাত্রলীগ অফিস জ্বালিয়ে দিল আন্দোলনকারীরা

টাঙ্গাইলে আ.লীগ অফিসের সামনে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
টাঙ্গাইলে আ.লীগ অফিসের সামনে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

টাঙ্গাইল জেলা আ.লীগ ও ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বাসস্ট্যান্ডে ছাত্র-পুলিশের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই দফায় দফায় শহরের পুরোনো বাসস্ট্যান্ড, নিরালার মোড়, রেজিস্ট্রিপাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এর পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা জেলা আ.লীগের অফিস ও ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সব ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যানবাহন এবং পোস্ট অফিসে ভাঙচুর চালায়।

সংঘর্ষ চলাকালে আনন্দ টিভির মৃদুল, সময় টিভির আব্দুর রাশেদ, নাগরিক টিভির নোমান, এখন টিভির ক্যামেরাম্যান শোভন ও বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেনসহ অন্তত আহত হয়েছেন ২০ জন। এ ছাড়া পুলিশের গুলিতে এক শিক্ষার্থী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে কোটা সংস্কারের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়া শুরু করে। এ সময় সাধারণ মানুষ আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করে।

এ বিষয় টাঙ্গাইল পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, কোটা আন্দোলনে শিক্ষার্থীরা জেলা আ.লীগ ও ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ছাড়াও শিক্ষার্থীরা জানমালের ওপর আক্রমণ চালাচ্ছে। এতে পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সবসময় ধৈর্যের সঙ্গে সবকিছুই মোকাবিলা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের মামলায় ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মার্কিন সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

‘প্রতিটি আন্দোলনের পেছনে মূল ভূমিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার’

রাজধানীতে আজ কোথায় কী

আরও ভয়াবহ সংকটে গাজা

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

বিএনপিতে যোগ দিলেন কৃষক লীগের সাবেক ২ নেতা

১০

‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

১১

তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১৩

সীমান্তে মর্টার শেলের শব্দ, আতঙ্কে এলাকাবাসী

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

১৫

নৌবাহিনী থামাল মিয়ানমারে সিমেন্ট পাচার

১৬

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

ফয়সালের জামিন বিতর্ক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

১৮

‘কোনো এক মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন ব্রাদার’

১৯

মানবপাচার মোকাবিলায় ভুক্তভোগী কেন্দ্রিক আইনজীবী গড়ে তোলার আহ্বান

২০
X