বান্দরবান পার্বত্য জেলায় কারফিউ শিথিল করার পর ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করেছে জনজীবন।
গত মঙ্গলবার বান্দরবানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিল করার ঘোষণা দেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এর পরপরই ধীরে ধীরে সচল হতে থাকে সব কিছু।
মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আটকে পড়েছে এমন কোনো পর্যটক আমাকে আর ফোন করেননি। আর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাশ বলেন, বিকেল ৫টা পর্যন্ত বান্দরবান চট্টগ্রাম আমাদের বাস সার্ভিস চালু রাখা হয়েছে। তবে এক ঘণ্টা পরপর গাড়ি ছাড়া হচ্ছে। বাস চলাচলের সময়ে সড়কে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এ জেলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছে জেলা পুলিশ।
এদিকে মঙ্গলবার থেকে কারফিউ প্রত্যাহার করায় বান্দরবান বাজারের দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান খুলেছে। এছাড়াও মঙ্গলবার রাতে বান্দরবানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল)-এর ইন্টারনেট চালু হলেও ধীরগতি থাকায় খুলছে না সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো।