দেশব্যাপী চলমান কারফিউ মৌলভীবাজার জেলায় ১২ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্থিতে চলাচল করছেন জনসাধারণ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে মৌলভীবাজার জেলায় কারফিউ শিথিল করা হয়।
এই শিথিলতা চলবে বিকেল ৬টা পর্যন্ত। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ড. উর্মি বিনতে সালাম।
তিনি জানান, মৌলভীবাজার জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ ভোর ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
মন্তব্য করুন