কুমিল্লার চৌদ্দগ্রামে টানা তিন দিন সাধারণ ছুটি ও কারফিউর পর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে উপচে পড়া রোগীর ভীড় লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এর আগে বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগেই চলছিল চিকিৎসাসেবা।
তথ্য বলছে- ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বৃহস্পতিবার ৫৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ২৯ জন, নারী ১৮ জন ও পুরুষ আটজন। গত রোববার থেকে মঙ্গলবার সাধারণ ছুটির কারণে বহির্বিভাগ বন্ধ থাকায় শুধু জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা নিতে দেখা যায়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদ আল মনসুর ইনাম কালবেলাকে বলেন, রোববার থেকে মঙ্গলবার সাধারণ ছুটি থাকায় বহির্বিভাগ বন্ধ ছিল। তবে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে জরুরি বিভাগে চিকিৎসকের সংখ্যা বাড়িয়ে আগত সব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছি। গত বুধবার সাধারণ ছুটি শেষে অফিস আদালত খুললে বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়।
চিকিৎসাসেবা নিতে আসা রাহেলা বেগম বলেন, পাচ মাসের সন্তানকে নিয়ে কাশিনগর থেকে হাসপাতালে এসেছি। গত তিনদিন কারফিউর কারণে বাড়ি থেকে বের হতে পারিনি। আজ বহির্বিভাগে ৫ টাকার টিকিট কেটে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরব। ফেরদৌসী বেগম নামে আরেক নারী জানান, সাধারণ ছুটির কারণে গত কয়েকদিন বাড়ি থেকে বের হতে পারিনি। কাল রাত থেকে বুকের ব্যথায় ভুগছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু কালবেলাকে বলেন, সাধারণ ছুটির কারণে রোববার থেকে মঙ্গলবার বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। গত বুধবার থেকে পুনরায় বহির্বিভাগ চালু হয়েছে। চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য আমরা সকাল ৯টা থেকে সব চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করছি।
মন্তব্য করুন