শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশুদ্ধ পানির সংকটে আশ্রয়ণের ৯ পরিবার

শরীয়তপুরের গোসাইরহাটে মিত্র সেনপট্টি চরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নয়টি পরিবার দুই মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাটে মিত্র সেনপট্টি চরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নয়টি পরিবার দুই মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে। ছবি : কালবেলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের মিত্র সেনপট্টি চরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নয়টি পরিবার দুই মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। তারা কলসি ও বালতিতে করে অনেক দূর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন। বর্তমানে তারা বিলের পচা পানি দিয়ে গৃহস্থালির কাজ করছেন।

সরেজমিন দেখা যায়, মাটির ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে পাইপ। সেই পাইপের ওপর কোনো কল নেই। এ বিষয়ে আশ্রয়ণের বাসিন্দারা বলেন, আমরা ভিটেমাটিহীন গরিব মানুষ। প্রধানমন্ত্রী আমাদের ঘর উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি। এখানে সবকিছু ঠিক থাকলেও পানির ব্যবস্থা নেই। এখানে আমরা ৯টি পরিবার থাকি। অনেক দূর গিয়ে কলস, বালতি নিয়ে কলের পানি আনতে হয়। এতে আমাদের হাত-পা ব্যথা হয়ে যায়। আমরা এ সমস্যার সমাধান চাই।

ওখানকার বাসিন্দা আরতী রানী বলেন, ‘আমরা দুই মাস হয় উপহারের ঘরে উঠেছি। আমাদের এখানে সবকিছু সুন্দর আছে, তবে কষ্টের বিষয় হচ্ছে, আমাদের এখানে কোনো টিউবওয়েল নেই। তাই আমাদের অনেক দূর থেকে কলের পানি আনতে হয়। দুই মাস ধরে পানি টানতে টানতে আমার গা, হাত-পা ব্যথা হয়ে গেছে। আমার নিয়মিত ওষুধ খেতে হয়। আমরা সবাই এর সমাধান চাই।’

নয় নম্বর ঘরের বাসিন্দা দেলোয়ার হোসেন সিকদার বলেন, ‘বাবা আজ দুইডা মাস ধরে আমরা এহানে উঠছি। প্রধানমন্ত্রী আমাগোরে ঘর দিছে, কারেন দিছে; কিন্তু আমরা অহনো পানি পাই নাই। পানির অভাবে আমাগো অনেক কষ্ট হয়। আমরা এর সমাধান চাই।’

লাইলি বেগম বলেন, আমাদের রান্নাবান্না, ওজু, গোসল সবকিছুর জন্য আমাদের কলের পানি দরকার। বিলের ময়লা, পচা পানি দিয়ে কোনো কাজ করা যায় না। কাঁদা পানি দিয়ে গিয়ে কলের পানি আনতে হয়। আমাদের কষ্ট কেউ দেখে না। প্রধানমন্ত্রীর কাছে এর প্রতিকার চাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। এ প্রকল্পটি আমার আগের কর্মকর্তা বাস্তবায়ন করেছেন। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এএসএম মামুন অর রশিদ কালবেলাকে বলেন, এ বিষয়ে এর আগে আমাদের কেউ বিষয়টি অবহিত করেননি। আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। আগামী একদিনের মধ্যে তাদের কলের ব্যবস্থা করব। বিশেষ করে ইউএনও অফিস যদি আমাদের আগে থেকে জানাত, তাহলে এ সমস্যা সমাধান হয়ে যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১০

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১১

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১২

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৩

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৪

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১৫

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৬

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

১৭

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

১৮

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

১৯

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

২০
X