কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দেশীয় ফলমেলা উৎসব। সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান মেলার উদ্বোধন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মীরা রানী দাসের সভাপতিত্বে জেলা কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মেলায় ১২৫ জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়েছে। ৯টি উপজেলা থেকে ২০টি স্টল স্থান পেয়েছে। ৩ দিন এই মেলা চলবে।
মন্তব্য করুন