মিলন পারভেজ, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছরের জেবা ২ মিনিটে বলতে পারে ১৯৫ দেশ-রাজধানীর নাম

৯ বছর বয়সের জেবা মুতাহারা সামিহা। ছবি : কালবেলা
৯ বছর বয়সের জেবা মুতাহারা সামিহা। ছবি : কালবেলা

অবিশ্বাস্য হলেও সত্য। জেবা মুতাহারা সামিহা (৯) অসাধারণ প্রতিভা। মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে মুখস্ত বলতে পারে পৃথিবীর ১৯৫ দেশের নাম রাজধানী এবং ৪০ সেকেন্ডে বাংলাদেশের ৮ বিভাগ ও ৬৪ জেলার সব নাম বলতে পারে জেবা। মাত্র ৪ থেকে ৫ দিনে ১৯৫ দেশের নাম রাজধানী ও বাংলাদেশের বিভাগ ও সব জেলার নাম মুখস্ত করে। ৪র্থ শ্রেণির ক্যাপ্টেন জেবা, রোল নম্বর ৩। জানে নাচ, গান, কবিতা, আবৃতি এবং ফুটবল খেলতে পারে। তার ইচ্ছা ভবিষ্যতে সে একজন ডাক্তার হবে।

তার বাড়ি পার্বতীপুর উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর বড়পাড়া গ্রামে। বাবা জাকারিয়া সরকার একজন গৃহশিক্ষক। মেয়ের এই মেধায় মুগ্ধ দেখে মা বলেন, ‘আমার মেয়ে যা পারে তা আর কেউ পারে না। মেয়েটা অনেক কিছু জানে।’

গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে ক্লাস চলছে। তার হাতের লেখাও চমৎকার। বই-খাতা তার সঙ্গেই রয়েছে। তাকে কয়েকটি দেশের নাম বলার সঙ্গে সঙ্গেই সে বলে দিচ্ছিল পৃথিবীর স্বাধীন প্রাপ্ত ১৯৫ দেশ ও রাজধানীর নাম। বলতে পারছে, বাংলাদেশের বিভাগ ও সব জেলার নামও। এই বয়সের একটি শিশুর এমন প্রতিভা অবাক করবে যে কাউকেই।

জেবা বলেন, ডিসেম্বর মাসে যখন বই পড়া বন্ধ। তখন আমার চাচ্চু আমাকে ৪-৫ দিনে মুখস্ত করার চেষ্টা করে। এ কথা বলে এক নিঃশ্বাসেই দেশের নামগুলো বলে ফেলেন। জাকারিয়া সরকার-হোসনে আরা দম্পতির তিন সন্তান। তাদের ঘরে রয়েছে তিন কন্যা। বড় মেয়ে জারিন ইভা ভবানীপুর ডিগ্রি কলেজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তৃতীয় মেয়ে জিন্নাত স্নেহা (৬) কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।

স্ত্রী হোসনে আরা বলেন, টানাপড়েনের সংসার কোনো রকমে চলে যায়। তবে, আমার স্বামী গৃহশিক্ষক। জেবা মেয়েটা আমার খুব মেধাবী। ও সারাক্ষণ অনেক কিছু জানার চেষ্টা করে। স্কুলের সহপাঠী রুমাইসা তাবাসসুম বলেন, জেবা প্রায় দেড় মিনিটে ১৯৫ দেশের নাম ও রাজধানীর নাম বলতে পারেন।

বাবা জাকারিয়া সরকার বলেন, পড়া শুনাতেও তার খুব ঝোঁক। সে যা একবার শুনে তা সহজেই মনে রাখতে পারে। এ বয়সেই তার সবকিছুতেই জানার আগ্রহ প্রবল। জেবা ছোট থেকেই অত্যন্ত চঞ্চল স্বভাবের।

কথা হয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমী কায়সারের সঙ্গে। তিনি বলেন, জেবা সুন্দর এবং সাবলীল কণ্ঠে এসব দেশের নাম ও বিভাগ জেলার নাম বলতে পারে। সবার আগে ক্লাসে আসে, জেবা শ্রেণি ক্যাপ্টেন, তার রোল নম্বর-৩। সে অত্যান্ত মেধাবী। ১ মিনিট ২০ সেকেন্ডে মুখস্ত বলতে পারেন পৃথিবীর ১৯৫ দেশের নাম ও ৪০ সেকেন্ডে বাংলাদেশের ৮ বিভাগ ও ৬৪ জেলার সব নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

ডায়াবেটিসের কিছু আশ্চর্যজনক লক্ষণ, যা জানেন না অনেকেই

বহিরাগতদের দখলে ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস, ঘুষ ছাড়া মেলে না সেবা

নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই সাকিব-মাশরাফির

ব্রাহ্মণবাড়িয়ায় শ্মশানের জায়গা দখলমুক্ত করার দাবি

১০

তিন সন্তানকে বাথটাবে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নারীর

১১

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

১২

বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন

১৩

গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

১৪

ইরানকে চাপে ফেলতে ইইউ ত্রয়ীর নতুন সিদ্ধান্ত

১৫

ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে : উমামা ফাতেমা 

১৬

গাজায় ভয়াবহ ক্ষুধা, মানবিক সুনামির আশঙ্কা

১৭

চট্টগ্রাম রেলস্টেশন : স্ক্যানার আছে, ব্যবহার জানা নেই

১৮

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

১৯

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

২০
X