থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

থানচিতে ১৫টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে প্রশাসন

বান্দরবানের থানচিতে রাস্তাঘাট প্লাবিত। ছবি : কালবেলা
বান্দরবানের থানচিতে রাস্তাঘাট প্লাবিত। ছবি : কালবেলা

বান্দরবানের থানচিতে টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে পর্যটনখ্যাত থানচির বলীপাড়া ও তিন্দু ইউনিয়নে নৌচলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে সাংগু নদীতে পানি বৃদ্ধির আশঙ্কায় নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা।

জানা গেছে, গত সোমবার (২৯ জুলাই) হতে থেমে থেমে টানা বৃষ্টি কারণে হঠাৎ সাঙ্গু নদীর পানি বেড়ে যায়। ফলে নদীতে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হওয়াতে বন্ধ করে দেয়। বিপাকে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও পারছেন না তারা।

সাংগু নদীর পানি বৃদ্ধির ফলে দুই ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা পাহাড় ধস ও বন্যার শঙ্কায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দুর্যোগের মোকাবিলার জন্য জনস্বার্থে মাইকিং এবং উপজেলা ৪ ইউনিয়নের ১৫টি সরকারি বিদ্যালয়ের ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে ও নদীর তীরবর্তী এলাকা আশ্রিতদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, আলোর জন্য মোমবাতি, রান্না করার চুল্লা, খিচুড়িসহ নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, জনগণের জানমাল রক্ষা করার সরকারের নৈতিক দায়িত্ব। আমি সরকারের প্রতিনিধি হিসেবে সে দায়িত্ব-কর্তব্য পালন করে যাচ্ছি। উপজেলা প্রশাসন যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আছিফ উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ মোস্তাফিজুর, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা প্রমুখ।

এদিকে উপজেলা বলীপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় প্রধান সড়কে কালভার্ট ও নিম্নাচল এলাকাগুলো প্লাবিত হওয়ায় যান চলাচলের বিঘ্ন ঘটেছে।

উল্লেখ্য, গত বছর ২০২৩ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে টানা ১০ দিনব্যাপী ভারি বর্ষণের কারণে যান চলাচল বন্ধ হয়ে থানচি উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

নর্থ সাউথের সেই শিক্ষার্থীর দোষ স্বীকার

১০

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

১১

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

১২

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

১৩

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

১৪

ঘরে এসেছে নতুন অতিথি

১৫

পুরান ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার

১৬

দীর্ঘদিন অনাদায়ী ঋণ অবলোপন, আদায়কর্মী পাবেন প্রণোদনা

১৭

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : জামায়াত নেতা শাহজাহান

১৮

যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

ঘুম ভাঙলেও প্রস্রাব চেপে শুয়ে থাকেন? অজান্তেই হচ্ছে ভয়াবহ ক্ষতি

২০
X