দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের সমাবেশ

দিনাজপুরে আলো জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
দিনাজপুরে আলো জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

দিনাজপুরে ঝুম বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় শহরের বালুবাড়ী শহীদ মোড় থেকে মিছিল নিয়ে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় তাদের প্রতিবাদ সমাবেশ। পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা এক হাতে মোমবাতি ও অন্য হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ সম্পন্ন করেন।

পরে রাত পৌনে ৮টায় বৃষ্টিতে ভিজেই তারা দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ‘তোমার কোটা তুমি নাও, ভাইদের জীবন ফিরিয়ে দাও’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করা শিক্ষার্থীদের কারও কারও হাতে জাতীয় পতাকা দেখা গেছে।

এ সময়ে কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন কালবেলাকে জানান, শিক্ষার্থীরা বালুবাড়ী শহীদ মিনার মোড়ে জড় হয়ে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে শহরের লিলির মোড়ে এসে তারা চার ভাগে বিভক্ত হয়ে যে যার মতো চলে যায়। তবে কাউকে আটক করা হয়নি। তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১০

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১২

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৩

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৪

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৫

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৬

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৭

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৮

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে : মাসুদ সাঈদী

১৯

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

২০
X