

দিনাজপুরের বিরল উপজেলায় মুকুল চন্দ্র রায় নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর বড় মাঠ সংলগ্ন হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুকুল চন্দ্র রায় বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পূর্ব রাজারামপুর গ্রামের মৃত. নলিত চন্দ্র রায়ের ছেলে। নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের চলমান দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজারামপুর ইউনিয়ন সভাপতি।
বিরল থানার ওসি আব্দুস ছবুর জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার চেষ্টা মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানের হকার্স মাকেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
মন্তব্য করুন