ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৮ জেলে নিখোঁজ

ভোলায় ট্রলারডুবিতে উদ্ধার হওয়া জেলেরা। ছবি : সংগৃহীত
ভোলায় ট্রলারডুবিতে উদ্ধার হওয়া জেলেরা। ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগর মোহনায় ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ৫ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ৮ জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচরের মোহনায় শিবচর নামক স্থানে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ জেলেরা হলেন, নূরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেলিমের ছেলে নুর আলম (৩০), মো. হোসেনের ছেলে কবির (৩২), ৯নং ওয়ার্ডের শাহে আলম মোল্লা (৫০), আহাম্মেদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হক মাতাব্বরের ছেলে মো. হোসেন মাঝি (৫০), ৯নং ওয়ার্ডের তাজুল মালের ছেলে সবুজ (৪০), গনি মৃধার ছেলে মো. বেল্লাল (৫০), জলিল মালের ছেলে ছাদেক মাল (৬০) ও শাহে আলমের ছেলে জাহাঙ্গির (৪৫)।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলে সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনাখালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি ধরা জালের ট্রলার নিয়ে ১৩ জেলে মাছ শিকারে সাগর মোহনায় যন। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা মাঝিসহ ১৩ জেলে সাগরে পড়ে যায়। এ সময় কাছাকাছি থাকা অপর একটি ট্রলার এসে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করলেও অপর ৮ জেলেকে খুঁজে পায়নি তারা।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, আহম্মেদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহসিন মাঝির ছেলে দুলাল মাঝি (৪০), ৯নং ওয়ার্ডের হাশেম মৃধার ছেলে শাহিন (২৫), নূরূবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে মনির (৩৩), আব্দুর রব মুন্সির ছেলে সুমন (৩৮) এবং ৯নং ওয়ার্ডের হাফেজ আহাম্মদের ছেলে নাজিম (৪৪)। তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, গত শুক্রবার মাছ ধরা জালের ট্রলার নিয়ে ১৩ জন জেলে সাগর মোহনার শিবচর এলাকায় মাছ ধরতে যান। শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে গেছে। নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত ফিরিয়ে আনার দাবি জানান।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে বলে আশা করি। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও নিজস্ব ট্রলার দিয়ে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X