কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর

সাবেক মেয়র জাহাঙ্গীরকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাবেক মেয়র জাহাঙ্গীরকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

শনিবার (৩ আগস্ট) সকালে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।

আন্দোলনের সময় তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করেছিল দাবি করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা যখন বাড়ি থেকে বের হই তখন রাজপথে আন্দোলনের নামে খুনিরা আমার ও আমার কর্মীদের ওপর হামলা চালায়। সেখানে জুয়েল মোল্লাকে তারা হত্যা করেছে।

তিনি বলেন, আমাকে হত্যার জন্য একটি বাড়িতে আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। তারা ভেবেছিল আমি মারা গেছি, সর্বশেষ তারা বিভিন্ন হাসপাতালে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি সেখান থেকে উদ্ধার হই এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাই।

সাবেক এ মেয়র বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাক। আর কারো মায়ের বুক যেন খালি না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি অন্য কেউ দেশপ্রেমিক হতে পারে না। আর ভাঙচুর না করে, মায়ের বুক খালি না করে শান্ত থেকে তার সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করতে হবে।

এর আগে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসা শেষে শনিবার সকাল ৮টায় বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাহাঙ্গীর আলম। তার আগমন উপলক্ষে সকাল থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয় বিমানবন্দর এলাকায়।

বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত তার সহযোগী জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে গাড়ি বহর নিয়ে ছয়দানায় তার নিজ বাসভবনে যান।

প্রসঙ্গত, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উত্তরায় হামলা করে একদল দুর্বৃত্ত। তাদের হামলায় জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। মারা যান তার সঙ্গে থাকা সহযোগী জুয়েল মোল্লা। মাথায় আঘাতপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে পরদিন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথা গোঁজার ঠাঁই চান নিঃস্ব নূরজাহান

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড জমার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? জেনে নিন

শহীদ আসাদের ৫৭তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপি প্রার্থীর রিট

চিন্ময়ের মাথার ওপর ছাতা, আদালতে কৌতূহল

চানখাঁরপুল হত্যা মামলার রায় হচ্ছে না আজ

কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

বাসর রাতে মুখ ধোয়ার পর বউকে চিনতে পারল না বর, অতঃপর...

নির্বাচনে জয় পেলে বিশ্বস্ততার সঙ্গে কাজ করব : জামায়াত আমির

১০

কর্মীরা বিয়ে করলেই ১৫ লাখ টাকা দিচ্ছেন বস, বাচ্চা হলে দেবেন আরও

১১

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা 

১২

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

১৩

স্কটল্যান্ডের সাথে যোগাযোগই করেনি আইসিসি! 

১৪

ফাইনালে বিতর্কিত সেই পেনাল্টি মিসের পর যা বললেন দিয়াজ

১৫

গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস

১৬

শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি’ বাদশা গ্রেপ্তার

১৭

সিডনিতে হাঙরের তাণ্ডব, মৃত্যুর মুখে ২ তরুণ

১৮

নানা সুযোগ-সুবিধাসহ চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

১৯

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে ৪০০ ঘর

২০
X