বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে জয়পুরহাটে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৭০ জন।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জয়পুরহাটসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় গুলিবিদ্ধ মেহেদী হাসানকে বগুড়া নেওয়ার পথে মারা যান।
জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অনেকে আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।