সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, নিহত ৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ বন্দি নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মৌলভীবাজারের রামেশ্বরপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল (২৪) , টাঙ্গাইলের তামটিয়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে স্বপন শেখ (৪০), সুনামগঞ্জের জলোশা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ (১৯), নরসিংদীর নলভাটা গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জিন্নাহ (২৮), নওগাঁ জেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আসলাম হোসেন মোহন ( ২৬) ও রইস উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৩)।

সুব্রত কুমার বালা জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। বন্দিরা দেয়াল ভেঙ্গে, দেয়াল টপকে ও দেয়ালে সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। এক পর্যায়ে বন্দীদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীরা বাঁধা দেওয়ার পরও তারা না থামায় নিরাপত্তা কর্মীরা গুলি করেন। গুলিতে কারাবন্দি ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ইমতিয়াজ পাভেল হত্যা মামলা, স্বপন শেখ ছিনতাই, আসলাম হোসেন মোহন হলি আর্টিজানের ঘটনায় ও আফজাল হোসেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

নিহতদের স্বজনরা জানান, আড়াইটার দিকে কারাগার থেকে মোবাইল ফোনে জানানো হয়- গুলিতে কারাগারে বন্দি তাদের আত্মীয় মারা গেছেন। এরপর কারা ফটকে অপেক্ষার পর জানতে পারেন মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এরপর হাসপাতালে এসে গুলিবিদ্ধ মরদেহ সনাক্ত করেন তারা।

এ বিষয়ে জানতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাক আহমেদ বলেন , রাত ৩টা ৪০ মিনিটে কারা হাসপাতালের কর্মকর্তা আব্দুর রহিমের তত্ত্বাবধানে ছয় জনের মরদেহ হাসপাতালে আনা হয়। রাত থাকায় ওই সময় তাদের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা যায়নি। সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার সময় উত্তেজিত জনতা বাঁধা দেয়। বিষয়টি জেলা প্রশাসক ও সদর থানার ওসিকে জানানো হয়। পরে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে ছয় জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১০

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১১

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৩

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৫

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৬

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

১৭

পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বহিষ্কার

১৮

হিন্দু যুবককে পিটিয়ে মারলেও সরকারের অবস্থান দেখা যায়নি : ইসলামী গণতান্ত্রিক পার্টি

১৯

সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর

২০
X