চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

১০ দিন পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, দেশব্যাপী অসহযোগ আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতনসহ নানা ইস্যুতে টানা প্রায় ১০ দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে চট্টগ্রাম থেকে আবারও শুরু হয়েছে রেলওয়ের যাত্রীবাহী ট্রেন চলাচল।

মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়তে শুরু করেছে নির্ধারিত লোকাল ট্রেন। সকালে দুটি ও বিকেলে ছেড়েছে দুটি ট্রেন। রাতেও ছাড়ার কথা ছিল আরও একটি ট্রেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার থেকে লোকাল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। সব আসন পূর্ণ না হলেও যাত্রীর সংখ্যা খুব একটা খারাপ না। প্রথম দিনের হিসেবে সন্তোষজনক। ধীরে ধীরে যাত্রী বাড়বে।

মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুরের উদ্দেশে সাগরিকা কমিউটার এবং পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে কর্ণফুলী কমিউটার ছেড়ে যায়। প্রথম দিনে যাত্রীর উপস্থিতি ছিল সন্তোষজনক। সকাল থেকে টিকিট কাউন্টারে ভিড় ছিল যাত্রীদের। বিকেল ৫টা ৪০ মিনিটে নাজিরহাট লোকাল এবং বিকেল ৪টা ১০ মিনিটে নাছিরাবাদ লোকাল চলাচল করে। রাত পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ঢাকা মেইলের।

জানা যায়, সাধারণত স্বল্প আয়ের লোকজন এসব ট্রেন ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ চাকরি ও ব্যবসার প্রয়োজনে এসব ট্রেনে করে নিত্যদিন আসা-যাওয়া করেন। আর চট্টগ্রামের নাজিরহাট ট্রেনে করে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, সোমবার মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। কারফিউ কিংবা কোনো বিধিনিষেধও নেই। তবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত ২০ জুলাই চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছিল। চলেছিল কিছু মালবাহী ও জ্বালানি তেলবাহী ট্রেনও। কিন্তু ৪ আগস্ট থেকে দ্বিতীয় দফায় আবার বন্ধ হয়ে যায়। এখন লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

নোয়খালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১০

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১১

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১২

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

১৩

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

১৪

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

১৫

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

১৬

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

১৭

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

১৯

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

২০
X