বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চার দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে রোডমার্চ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তারা বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন।
চার দফা দাবিতে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে (রেজিস্ট্যান্স ইউক) শুরু হয়ে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফা বাস্তবায়নে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের হাাসিবুল হক সানজিদ জানান, গণহত্যার সুষ্ঠু বিচারসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে রোডমার্চ কর্মসূচি পালন করা হয়।
অপরদিকে জয়পুরহাট জেলা বিএনপির দুটি গ্রুপের পৃথক কর্মসূচি পালন করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। বিএনপির দুপক্ষই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
এক পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অপর অংশের নেতৃত্ব দেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা।
মন্তব্য করুন