সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : কালবেলা
মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : কালবেলা

স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে হুমকি, ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, দৈনিক জবাবদিহি ও আমাদের অর্থনীতির সাংবাদিকদ্বয়কে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ এবং মায়ের হাসি ক্লিনিক মালিকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে এ মানববন্ধন হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশত সাংবাদিক এবং প্রজন্ম সুশীল সমাজ সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ রবি, মাইটিভির গাংনী প্রতিনিধি মাসুদ রেজা, জবাবদিহির পত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, আমাদের অর্থনীতির প্রতিনিধি মাসুদ রানা, প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল, সকালের সময় প্রতিনিধি লিটন মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু দুর্নীতিপরায়ন ও ক্ষমতালিপ্সু ব্যক্তি। তার বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলাসহ দেড় ডজন মামলা এখনো আদালতে চলমান। কথায় কথায় মানুষকে হুমকি প্রদান ও মামলা করা মতুর প্রধান কাজ। এজন্য এ শহরে সবাই তাকে মামলাবাজ মতু হিসেবেই চেনে। তিনি মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার সীমানা নির্ধারণী মামলা করে একটানা ১৪ বছর পৌরসভার ক্ষমতায় আসীন ছিলেন। তার উগ্র আচরণ মানুষকে সব সময় আহত করে। তার বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীদের মদত দেওয়ারও অভিযোগ আছে।

প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল বলেন, সাবেক মেয়র মতুর মেয়ে রুমানা হেলালী মাতৃসদনের ডাক্তার। তিনি কৌশলে রোগী ভাগিয়ে মায়ের হাসি ক্লিনিকে নিয়ে সিজার করেন। মেহেরপুরের ক্লিনিকগুলো মিলে যত সিজার হয়, তার থেকে বেশি সিজার হয় মায়ের হাসি ক্লিনিকে। অবিলম্বে রুমানা হেলালীকে অপসারণ করতে হবে।

সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী রফিকুল আলম বলেন, সাংবাদিকদের সঙ্গে যে ঘটনা মোতাচ্ছিম বিল্লাহ মতু ঘটিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম বলেন, ‘মেহেরপুরে অসংখ্য সাংবাদিকের মধ্যে যারা মানববন্ধনে আসেননি, তাদের ধন্যবাদ। আপনারা সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর কাছ থেকে সুবিধা পেয়ে থাকেন, সেটা আজ প্রমাণ করে দিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১০

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১১

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৩

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৪

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৫

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৬

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৭

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৮

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

২০
X