মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

মেহেরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
মেহেরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে চাঁদাবাজদের পুনর্বাসনের পথে না গিয়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তারা অপরাধ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন। এই জনসভার আয়োজন করা হয় জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী নাজমুল হুদার পক্ষে।

ডা. শফিকুর রহমান বলেন, মেহেরপুর একটি ছোট জেলা হওয়া সত্ত্বেও এখানেও চাঁদাবাজির বিস্তার ঘটেছে। জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে এসব মানুষের দায়িত্ব রাষ্ট্র নেবে এবং তাদের কাজের সুযোগ সৃষ্টি করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি ভোটারদের ভোটকেন্দ্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত পাঁচ দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, এই সময়ের মধ্যে দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। এর ফলে তরুণ সমাজ মাদক ও অপরাধের দিকে ঝুঁকছে। তিনি দাবি করেন, দায়িত্ব পেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি গর্ব করার মতো রাষ্ট্র গড়ে তোলা হবে।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিতে জড়াবে না এবং কোনো ধরনের দুর্নীতিকেও প্রশ্রয় দেবে না। জনগণ ইতোমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বেকার ভাতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভাতা দিয়ে বেকারত্ব কমে না; বরং কর্মসংস্থানই এর স্থায়ী সমাধান। তাই জামায়াত ক্ষমতায় গেলে ভাতার পরিবর্তে কাজের সুযোগ সৃষ্টি করা হবে।

জনসভা শেষে কেন্দ্রীয় জামায়াত আমির মেহেরপুর জেলার দুটি আসনের প্রার্থীদের হাতে দলীয় নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

রাজধানীতে আজ কোথায় কী

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

১০

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

১১

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

১২

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

১৪

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

১৫

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১৬

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৭

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১৮

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৯

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

২০
X