ভোলার লালমোহনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ করে মোট ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন সব ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যবস্থা, শিক্ষাসহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সঙ্গে মিলিত হয়ে শোক ও স্বান্ত্বনা জানিয়ে অনুদান প্রদান করেন।
মন্তব্য করুন