বন্যার পানিতে যখন সিএনজিচালিত অটোরিকশাসহ কাছাকাছি দূরত্বের চলাচল করা কঠিন হয়ে পড়েছে, ঠিক তখনই পিকআপভ্যানে বন্যায় আক্রান্ত যাত্রীদের বিনামূল্যে সেবা দিচ্ছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পিকআপভ্যানচালক সাইফুল ইসলাম। তিনি ওমান থেকে বাড়ি এসে ১৫ লাখ টাকার পিকআপভ্যানটি কিস্তিতে কেনেন। এখন পর্যন্ত এর মাত্র একটি কিস্তি পরিশোধ করা হয়েছে।
পিকআপভ্যানটির মালিক ও ড্রাইভার মো. সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়ন দৌলতপুর গ্রামের মসজিদ বাড়ির নুরু মিয়ার সন্তান।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে সোনাইমুড়ী উপজেলার চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সাইফুল আশপাশের যাত্রীদের ফ্রি যাতায়াতের জন্য ডাকাডাকি করছেন। পিকআপভ্যানটি চৌরাস্তা থেকে ছাতারপাইয়া হয়ে কাশিপুর, দিঘিরযান, চৌমুহনী বড়পোল পর্যন্ত ফ্রি যাতায়াত করে।
মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ৯ বছর ওমানে ছিলাম। বন্যা শুরু হওয়ার পর থেকে অন্তঃসত্ত্বাসহ অনেককেই হাসপাতালে পৌঁছে দেওয়াসহ জরুরি কাজে ফ্রি সহায়তা করছি।
যাত্রী আকলিমা আক্তার কালবেলাকে জানায়, ‘যেখানে কোনো কোনো গাড়িচালক বাড়তি ভাড়া নিচ্ছেন, সেখানে সাইফুলের মতো অনেকে ফ্রি সেবা দিচ্ছেন। এটি আসলেই আনন্দের।’
মন্তব্য করুন