ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলাম।
ঘুষকাণ্ডের ঘটনার জের ধরে মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে গঠিত হয় চসিকের তিন সদস্যের কমিটি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চসিকের হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে ঘুষ গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কমিটির সদস্যরা হলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনংসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। তদন্তে বিস্তারিত তথ্য বের হয়ে আসবে।
এর আগে মাসুদুল ইসলাম ঘুষ নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে বিলের চেক দেন মাসুদ। তখন ওই ব্যক্তি তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন তিনি। তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি।
ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ডে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদকে। ছড়িয়ে পড়া ভিডিওটি কবের তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি আরও কয়েক বছর আগের হতে পারে বলে জানিয়েছেন চসিকের কয়েকজন ঠিকাদার।
মন্তব্য করুন