হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, আদালতে স্বামী

নিহতের স্বামী অভিযুক্ত সঞ্জিত সাহা। ছবি : সংগৃহীত
নিহতের স্বামী অভিযুক্ত সঞ্জিত সাহা। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে স্মৃতি সরকার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সঞ্জিত সাহাকে (৩৫) আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী সঞ্জিত পেশায় একজন অটোরিকশাচালক। তিনি বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে ওই গৃহবধূর সন্তানের কান্নাকাটির শব্দ পেয়ে শাশুড়ি ডাকতে গিয়ে দেখেন স্মৃতি সরকার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূর পরিবার থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়। এতে ওই গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা ও শাশুড়ি নিয়তি সাহাকে থানা হেফাজতে নেয় পুলিশ। নিহতের সুনির্দিষ্ট কোনো আলামত না পাওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পরে গত ৩১ আগস্ট নিহতের মা কল্পনা দাস বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী সঞ্জিত সাহাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলেও শাশুড়ি নিয়তি সাহাকে ছেড়ে দেয় থানা পুলিশ। সেদিন আদালতে জবানবন্দিতে সঞ্জিত সাহা স্ত্রী স্মৃতি সরকারকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।

জানা যায়, নিহত স্মৃতি সরকার মানিকগঞ্জ সদর উপজেলার মতলবপুর গ্রামের রাধা দাসের মেয়ে। প্রায় চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সঞ্জিত সাহা ও স্মৃতি সরকারের। তাদের ঘরে দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। রাধা দাস জানান, বিয়ের দুই-তিন মাস পর থেকেই আমার মেয়ের ওপর অত্যাচার করে আসছে। দুই বছরের একটা ছেলে আছে। আমার যতটুকু সম্ভব হয়েছে তাতে আমি জামাইকে অনেক কিছু দিয়েছি। তার পরও আমার মেয়েটাকে ওরা মেরে ফেলল। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হত্যা করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শাশুড়ি নিয়তি সাহাসহ আরও তিনজনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার আজ আরও তিনজনের নামে অভিযোগ করেছে। আমরা সাধারণ ডায়েরি করে আদালতে পাঠাব। তারপর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু সম্মিলন

পিরোজপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে যোগ দিলেও জুলাই সনদে সই করেনি যে দল

বান্দরবানের আলীকদমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় নানা আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

জুলাই সনদ স্বাক্ষরে বিরত থাকার কারণ জানালেন আখতার

মায়ামি ম্যাচ বিতর্কে উত্তাল লা লিগা, খেলোয়াড়দের ভাবনায় প্রতিবাদ

১০

প্রাইভেসি পলিসি কেন জরুরি

১১

কালবেলার গৌরবের ৩ বছর পূর্তিতে পটুয়াখালীতে বর্ণিল উৎসব

১২

বিএনপিতে ঐক্যের নজির, সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব

১৩

তৈলাক্ত ত্বকের জন্য সহজ স্কিন কেয়ার রুটিন

১৪

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

১৫

চুয়াডাঙ্গায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বকেয়া বেতনের অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

১৭

এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৮

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরিকল্পনা

১৯

সাতক্ষীরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল

২০
X