মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

আইয়ুবুর রহমান তৌফিক। ছবি : সংগৃহীত
আইয়ুবুর রহমান তৌফিক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

তবে এই পলিসি টকে আমন্ত্রণ পাননি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এই নিয়ে ছাত্রদল নেতাদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুতে এই পলিসি টক অনুষ্ঠিত হয়। পলিসি ডায়ালগে তরুণদের নানা প্রশ্নের উত্তরে বিএনপির নীতি, পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তারেক রহমান। আলোচনায় পরিবেশ সুরক্ষা, চাঁদাবাজি-দুর্নীতি, অভিবাসী শ্রমিকের দক্ষতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সংস্কার, পাহাড়-সমতল বৈষম্য, ব্লু ইকোনমি, কৃষি সিন্ডিকেট, এনআইডি-পাসপোর্টের হয়রানিসহ বহু ইস্যুতে প্রশ্ন আসে।

নাম প্রকাশ অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা কালবেলাকে বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রদল যেখানে একের পর এক পরাজিত হয়েছে, সেখানে চাকসু ছিল ব্যতিক্রম। চাকসুতে ২৬টি পদের মধ্যে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র এজিএস পদে নির্বাচিত হন আইয়ুবুর রহমান তৌফিক। তবে বিএনপি তাকে সেভাবে মূল্যায়ন করেনি। চট্টগ্রাম অঞ্চলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন, অথচ সেখানে ছাত্রদল থেকে নির্বাচিত প্রতিনিধিকেই ডাকা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পলিসি টকে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি স্বীকার করেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তিনি কালবেলাকে বলেন, ‘এ অনুষ্ঠানের ব্যাপারে আমি সংবাদ মাধ্যমে দেখে জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নেতাকর্মীরা আমাকে এসব বিষয়ে জানতে চাইলে তাদের তথ্য দিতে পারেনি। তবে যারা আয়োজন করেছে তারা একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে জানাতে পারতো। এখন এসব নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি।’

এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ কালবেলাকে বলেন, ‘এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের স্থানীয়ভাবে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আমার জানা নেই।’

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘আমরা জনসভার অনুষ্ঠান আয়োজনে ছিলাম। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম না। এটার আয়োজক কে ছিল সে বিষয়ে জানা নেই।’

প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি, বড় শহরগুলোর জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, খাদ্যে ভেজালসহ নানা বিষয়ে প্রশ্ন করেন। প্রতিটি বিষয়েই বিএনপির সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঝোড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে রোমে বিপর্যয়

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন ইরানের

১০

প্রভিডেন্ট ফান্ডসহ চাকরি দিচ্ছে সিঙ্গার

১১

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

১২

ডিএমএফের নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

১৩

বিএনপির জোট প্রার্থীসহ ৫ প্রার্থীকে জরিমানা

১৪

নৌপুলিশ বোটে আগুন

১৫

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৬

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

১৭

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

২০
X