সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ৭৯ পোশাক কারখানা বন্ধ

আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা
আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা

ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়া, ধামরাইয়ের প্রায় দুই হাজার কলকারখানার মধ্যে বেশির ভাগ কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি, কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

জানা যায়, প্রায় ১৫ দিন ধরে সম্প্রতি নারী ও পুরুষ শ্রমিককে সমতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, বিভিন্ন কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার ফলে পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে।

বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে অস্থিরতা বেড়ে যায়। পরে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয়, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অন্তত ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকদের দেওয়া তথ্য মতে, গতকাল একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কের শিমুলতলা এলাকায় হাজিরা বোনাস, গত মাসের বেতনসহ নানা দাবিতে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা চালালে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, ফলে তৈরি হয়েছে জটিলতা। প্রত্যাশা করা হচ্ছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আজ প্রায় ৭৯টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষ আন্তরিক হয়ে সংলাপে বসলেই কেবল এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান

‘ঢাকায় দানোত্তম কঠিন চীবর দান উৎসব’

আখাউড়ার ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর ভূঁইয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ৭৫ আসনে প্রার্থিতা ঘোষণা লেবার পার্টির

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা

পানিতে মৃত্যু একমাত্র মেয়ের, হেলিকপ্টারে এসে শেষবারের মতো দেখলেন প্রবাসী বাবা

বগুড়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, প্রত্যাশা তামিম ইকবালের

কোনো লোক বিনা চিকিৎসায় মারা যাবে না : মোস্তফা জামান

সদস্য ফরম পূরণ করে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

ববি ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

১০

অদৃশ্য শক্তিকে পরাজিত করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : মুরাদ

১১

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির রাজনীতি : কফিল উদ্দিন

১২

আফ্রিকার এক দেশে ব্যাপক সহিংসতা, নিহত ৭০০

১৩

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

১৪

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র

১৫

মোবাইল ফোন চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া

১৬

গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে : জুয়েল

১৭

হাওরে জাল ফেলে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

১৮

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

১৯

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

২০
X