সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ৭৯ পোশাক কারখানা বন্ধ

আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা
আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা

ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়া, ধামরাইয়ের প্রায় দুই হাজার কলকারখানার মধ্যে বেশির ভাগ কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি, কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

জানা যায়, প্রায় ১৫ দিন ধরে সম্প্রতি নারী ও পুরুষ শ্রমিককে সমতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, বিভিন্ন কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার ফলে পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে।

বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে অস্থিরতা বেড়ে যায়। পরে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয়, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অন্তত ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকদের দেওয়া তথ্য মতে, গতকাল একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কের শিমুলতলা এলাকায় হাজিরা বোনাস, গত মাসের বেতনসহ নানা দাবিতে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা চালালে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, ফলে তৈরি হয়েছে জটিলতা। প্রত্যাশা করা হচ্ছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আজ প্রায় ৭৯টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষ আন্তরিক হয়ে সংলাপে বসলেই কেবল এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে’

১০

দুই দফা দাবি / আন্দোলনস্থান ত্যাগে চাপ প্রয়োগের অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবারের

১১

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

১২

শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ

১৩

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত

১৪

রাজধানীর ইন্দিরা রোড থেকে এক আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন / অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব

১৬

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

১৭

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

১৮

চাকসুতে ১০ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

১৯

চট্টগ্রামকে ক্লিন সিটি করতে নতুন ল্যান্ডফিল্ড কেনার উদ্যোগ চসিকের

২০
X