শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ৭৯ পোশাক কারখানা বন্ধ

আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা
আশুলিয়ার একটি বন্ধ কারখানার মূল ফটক। ছবি : কালবেলা

ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়া, ধামরাইয়ের প্রায় দুই হাজার কলকারখানার মধ্যে বেশির ভাগ কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি, কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

জানা যায়, প্রায় ১৫ দিন ধরে সম্প্রতি নারী ও পুরুষ শ্রমিককে সমতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, বিভিন্ন কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার ফলে পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে।

বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে অস্থিরতা বেড়ে যায়। পরে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হয়, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অন্তত ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকদের দেওয়া তথ্য মতে, গতকাল একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কের শিমুলতলা এলাকায় হাজিরা বোনাস, গত মাসের বেতনসহ নানা দাবিতে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা চালালে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, ফলে তৈরি হয়েছে জটিলতা। প্রত্যাশা করা হচ্ছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কালবেলাকে বলেন, আজ প্রায় ৭৯টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষ আন্তরিক হয়ে সংলাপে বসলেই কেবল এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

মোহাম্মদপুরে গোপন ককটেল কারখানার সন্ধান, যা পাওয়া গেল

ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার কারণ জানা গেল

১০

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসুন : মোশারফ হোসেন

১১

বিরোধ মিটালেন সালাউদ্দিন আহমদ, বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন দোলা

১২

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

১৩

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

১৪

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

১৫

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

১৬

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

১৮

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা

১৯

রূপায়ণ সিটিতে ‘গজল নাইট’, সুরের জাদুতে মুগ্ধ অতিথিরা

২০
X