গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছে। এর আগে ঘণ্টাব্যাপী মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুরও চালায়।
শনিবার (২৪ মে) সকাল থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
কারখানার নারী শ্রমিক মিনারা আক্তার বলেন, অন্যান্য কারখানার শ্রমিকদের বেতনভাতা পরিশোধ হলেও আমাদের দুই মাসের বেতন বকেয়া পড়েছে। পাশাপাশি আমাদের ঈদ বোনাস দেওয়ার কোনো খবর নেই। আজ না কাল, এমন করে সময় যাচ্ছে। আমাদের পেট তো আর আজকাল বুঝে না।
কারখানার আরেক নারী শ্রমিক লিপি আক্তার বলেন, সকালে কর্মস্থলে এসে দেখি কারখানার মূল ফটক বন্ধ। কারখানা কর্তৃপক্ষের কাউকে আমরা পায়নি। এরপর আমরা সামনের আঞ্চলিক সড়কে বসে পড়ি। এরপর সকল শ্রমিক এক হয়ে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করি। কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের কাউকে পায়নি। এ জন্য কাজ বন্ধ করে বিক্ষোভ করছি।
এম কে ফুটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস এ সপ্তাহে পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে বেতন পরিশোধ করা হবে বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে। তবুও শ্রমিকরা মানতে চাচ্ছে না।
মাওনা পুলিশ ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, সকাল থেকেই কারখানার শ্রমিক প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরবর্তীতে বিক্ষুব্ধ শ্রমিকরা মূল ফটক ভেঙে প্রবেশ করে কিছু ভাঙচুর করে। পরবর্তীতে কর্মবিরতি শুরু করে। বিষয়টি নিয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে।
মন্তব্য করুন