বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (২ আগস্ট) দুপুরের পর থেকেই শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেন।
আরু পড়ুন: দুদকের মামলায় তারেক-জুবাইদার রায় ঘোষণা
সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দেন। বিকেলে তারেক রহমান ও ডা. জুবাইদার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান।
পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করে। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।
মন্তব্য করুন