আফজাল হোসেন, বারহাট্টা (নেত্রকোনা)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদের পর বেগম মিয়ার পাশে রূপায়ণ গ্রুপ

বেগম মিয়া। ছবি : কালবেলা
বেগম মিয়া। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর ৮৫ বছর বয়সী প্রতিবন্ধী বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে রূপায়ণ গ্রুপ। মাছ রাখার ছোড়কা বিক্রি ও ভিক্ষা করে সংসার চালানো বেগম মিয়াকে সহযোগিতার আশ্বাস দেন রূপায়ণ গ্রুপের কর্ণধাররা।

রোববার (২২ সেপ্টেম্বর) রূপায়ণ গ্রুপের রাব্বি নামে এক কর্মকর্তা কালবেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে বলেন, বেগম মিয়াকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান বরাবর একটি আবেদন করতে।

পরে রোববার বেলা ১১টায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা আসমা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কাদা রাস্তায় পৌঁছে বেগম মিয়ার বাড়িতে গিয়ে আবেদন ফরমটি পূরণ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আবেদনের ফরমটি রূপায়ণ গ্রুপ থেকেই পাঠানো হয়েছিল। তাদের কথা অনুযায়ী আবেদন ফরমটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি জোর সুপারিশ সংযুক্ত করে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) ‘ভাত তারা দিতে চায়, আমি খাই না’ শিরোনামে কালবেলা একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি পড়ে ঢাকা থেকে রূপায়ণ গ্রুপের কর্ণধাররা বেগম মিয়াকে সহযোগিতার জন্য যোগাযোগ করেন।

রূপায়ণ গ্রুপের ওই কর্মকর্তা রাব্বি বলেন, ৮৫ বছর বয়সের একটি লোক এখনো এত পরিশ্রম করেন, এটা বড় কষ্টের বিষয়। আমাদের কোম্পানি এই প্রতিবন্ধী বৃদ্ধকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে বলে সিদ্ধান্ত হয়েছে।

তাই টাকা গ্রহণের মাধ্যম হিসেবে বৃদ্ধ বেগম মিয়ার ছোট ছেলে আ. হালিমের নগদের অ্যাকাউন্ট নম্বর রূপায়ণ গ্রুপে দেওয়া হয়েছে।

কালবেলায় প্রকাশিত সংবাদটির কিছু অংশ এমন ছিল- বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে নিজের ছেলেদের ব্যাপারে বলেন, ‘আমার সেলিম, হেলিম, হালিম নামে তিন ছেলে আর পাঁচটি মেয়ে আছে। একেকজন চার থেকে পাঁচজনের বাপ হয়েছে। আমি ছোট ছেলের সঙ্গে থাকি। অন্যরা আমাকে ভাত দেয় না। তারা বলে, আমার নিজের বাড়ি থেকে গিয়ে দূরে অবস্থিত তাদের বাড়িতে খেয়ে আসতে। আমার পেটে যখন ক্ষুধা লাগে তখন আমার বৌয়েরা বলে এখনো ভাত হয়নি, আরেকটু পরে আসেন। আমি তাদের ভাতের আশা আর করি না। আমি মরলে আপনারা আমাকে মাটি দেবেন, তাহলেই হবে। আমি যে জায়গায় থাকি, ইচ্ছে করলে ছেলেরা বৌদের না জানিয়ে আমাকে কিছু খরচাপাতি দিতে পারে। কিন্তু দেওয়ার নিয়ত না থাকলে কেমনে দেবে। আপনাকে কী বলব বাবা, এরা আমাকে ঈদের মধ্যে একটা লুঙ্গিও দেয় না।’

বেগম মিয়ার বাড়িতে যাওয়ার সময় দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কামাল মণ্ডল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মামুন কৌশিক, আসমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান চন্দু ও পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X