গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেচপাম্পের যন্ত্রাংশ লুটপাট : বোরোর ভবিষ্যৎ অনিশ্চিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা। ছবি : কালবেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচের অভাবে প্রায় ৪৫০ বিঘা জমির বোরো ধানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেচপাম্পের মূল্যবান যন্ত্রাংশ লুটপাটের ঘটনায় সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় এ অনিশ্চয়তা দেখা দেয়। সেচপাম্পের লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধারে স্থানীয় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি।

স্থানীয়রা জানান, ২০০৩ সালে উপজেলার দুধিয়া গ্রামের আব্দুল লতিফ মণ্ডল নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি গভীর নলকূপ স্থাপন করেন। পরে ২০১৯ সালে গভীর নলকূপটি লাইসেন্সের অন্তর্ভুক্ত করা হয়। তিনি সেই থেকে অত্র এলাকার প্রায় ৪৫০ বিঘা জমিতে পানি সেচ দিয়ে আসছেন।

আব্দুল লতিফ মণ্ডল জানান, এলাকার সংঘবদ্ধ একটি দুর্বৃত্ত দল দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে সেচপাম্পের ঘর ভাঙচুর করে এবং নলকূপের মোটর, কলম পাইপ, ডেলিভারি পাইপসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ লুটপাট হয়।

এ ঘটনায় তিনি গত ১৯ আগস্ট এলাকার আব্দুস সামাদ শেখসহ ১১ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি মামলা করেন। এ ছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়। তবে আব্দুস সামাদ শেখ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মামলার নথিপত্র থানা থেকে বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে কালবেলাকে বলেন, আমি নই, মামলা রেকর্ড করেন থানার ওসি। তদন্ত করে তাকে বিষয়টি জানানো হয়েছে।

থানার ওসি আছাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি, সম্ভবত এটি বিআরডিবির গভীর নলকূপ। বিষয়টি নিয়ে বিআরডিবি অফিসার ও ইউএনওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও অদ্যাবধি বিষয়টি থানায় মামলাভুক্ত হয়নি।

২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ মণ্ডল গাইবান্ধা পুলিশ সুপারের দপ্তরে একটি অভিযোগ দেন। এরপর ১০ দিন পেরিয়ে গেলেও কোনো প্রতিকার মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী-১ / খালেদা জিয়ার ভাগ্নের বদলে যে প্রার্থী দিল বিএনপি

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব : চমক

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

১০

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

১১

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেওয়ার পথে এনড্রিক

১২

আ.লীগ নেতা বাঘা গ্রেপ্তার

১৩

সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

১৪

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

১৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

১৬

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স

১৭

বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় রেলপথ অবরোধ

১৮

দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৪ আমল বেশি বেশি করবেন

১৯

ক্রিসমাসের হলিউড

২০
X