মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বের হয়ে দেখেন ভ্যান চুরি হয়ে গেছে আরমিয়ার

ভ্যানচালক আরমিয়া ও তার স্ত্রী। ছবি : কালবেলা
ভ্যানচালক আরমিয়া ও তার স্ত্রী। ছবি : কালবেলা

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে আরমিয়ার (৫০)। এ কারণে সাত দিন হলো বন্ধ হয়ে গেছে তার জীবিকার চাকা। পরিচিত লোকজনসহ আশপাশের বিভিন্ন হাটবাজার ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি এখনো। আয়-রোজগারের একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ ভ্যানচালক আরমিয়া।

আরমিয়া নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাসানীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। স্বামী-স্ত্রীসহ পাঁচ সন্তানের সংসার চলে ওই ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন? কী করবেন? কী খাবেন? এই ভেবে তার কপালে পড়েছে ভাঁজ। চোখে মুখে হতাশার চিহ্ন।

সরেজমিনে দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন আরমিয়া ও তার স্ত্রী শামসুরনেহার। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। চেহারা মলিন, কোনো হাসি নেই। কথা বলতে গিয়ে দুচোখ গড়িয়ে টপটপ করে পানি পড়ছে। একপর্যায়ে কান্না করে বুক ভিজিয়ে ফেলেন তারা।

স্থানীয় এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেছিলেন আরমিয়া। গত ৬ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টার দিকে ডাঙ্গারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভ্যান রেখে মাগরিবের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষ দেখেন তার অটোভ্যানটি চুরি হয়ে গেছে।

তিনি জানান, মাত্র পাঁচ মাস আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যান কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সাত সদ্যসের সংসার খরচ ও সন্তানের লেখাপড়ার ব্যয় বহন করে ঋণের কিস্তির টাকা দেন।

কান্নাজড়িত কণ্ঠে আরমিয়ার স্ত্রী শামসুরনেহার বলেন, ওই ভ্যানগাড়িটিই হামার পরিবারের সব। ভ্যান চালেয়া মানষিটা (স্বামী) প্রত্যেকদিন বাজার খরচ কিনি আনে। ছায়াল্লার (সন্তান) লেখাপড়ার খরচ জোগাড় করি দেয়। এলা হামার কি হইবে? হামা খামো কি? ছাওয়ালা পড়াশোনা করিবে ক্যামনে? হামা লোন শোধাবো ক্যামনে? হামা কিস্তি শোধাবো কি দিয়া?

প্রতিবেশী আব্দুর রহিম বলেন, এই হতদরিদ্র আরমিয়ার অটোভ্যান চুরি মেনে নেওয়ার মতো না। সে অসহায় ও গরিব মানুষ। ভ্যান চুরি যাওয়াতে আরমিয়া এখন বেকার। একখণ্ড আবাদি জমিও নেই যে কৃষি কাজ করে খাবে।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীর বলেন, ভ্যান চুরি মসজিদ মাঠে ঘটেছে। মসজিদ এলাকায় সিসি টিভি লাগাতে মসজিদ কমিটির সমস্যা কোথায়?

ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, ভ্যান চুরির বিষয়টি আমাকে কেউ বলেনি। ভুক্তভোগী অভিযোগ দিলে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১০

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১১

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১২

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৩

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৪

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৫

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৬

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৭

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৮

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৯

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

২০
X