কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন। ছবি : কালবেলা
রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন। ছবি : কালবেলা

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত অলাভজনক মানবসেবামূলক প্ল্যাটফর্ম রক্তস্পন্দন-এ আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তস্পন্দনের ওয়েব অ্যাপে এই সেবার উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. এ এন এম মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, রক্তস্পন্দন একটি সম্পূর্ণ অলাভজনক প্ল্যাটফর্ম। আমরা সরাসরি রক্ত সংগ্রহ বা সরবরাহ করি না; বরং দাতা ও গ্রহীতার মধ্যে একটি নির্ভরযোগ্য সংযোগ তৈরি করি। অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।

অনুষ্ঠানটির সূচনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক এবং রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. এম এ তাইফুল হক। তিনি বলেন, জরুরি অবস্থায় যেন মানুষ খুব সহজে এম্বুল্যান্স পরিসেবা পেতে পারে তাই এই উদ্যোগ। এখন ৫ টা বিভাগীয় শহর ও একটি জেলা শহর এই সেবার অন্তর্ভুক্ত। আগামীতে এই পরিসেবা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াজ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মোঃ মওদুদ হোসেন মঈন, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, অ্যপাপনেক্সটেচর ফাউন্ডার আব্দুর রহমান ইশা, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডা ফাহাদ মোল্লা, রক্তস্পন্দনের অন্যতম সদস্য ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, ডা. তাজকির হোসাইন আশ্রাফ, ডা. সালাউদ্দীন শাহিন বাঁধন, ডা. আবদুল্লাহ আল হাসানাতসহ বিভিন্ন চিকিৎসক ও সংগঠক।

গত বছরের ২ অক্টোবর ২০২৫ সালে যাত্রা শুরু করা রক্তস্পন্দন অল্প সময়ের মধ্যেই সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী রক্তদাতা নিবন্ধিত রয়েছেন এবং ৫০টিরও বেশি নামকরা ব্লাড ব্যাংক ও ভলান্টারি ব্লাড ডোনেশন ক্লাব এর সঙ্গে যুক্ত আছে। রক্তস্পন্দনের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজারের বেশি মানুষ জরুরি রক্ত সংগ্রহে উপকৃত হয়েছেন।

এক ক্লিকেই রক্তদাতা খোঁজার সুবিধার পাশাপাশি এবার যুক্ত হলো অ্যাম্বুলেন্স সার্ভিস, যা বিশেষ করে জরুরি ও ক্রিটিক্যাল রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় প্রায় তিনটি অ্যাম্বুলেন্স সার্ভিস ছাড়াও কয়েকটি বিভাগীয় শহর এবং টাঙ্গাইল জেলায় রিপোর্টেড, নির্ভরযোগ্য ও মানবিক অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতার বাইরে গিয়ে যারা প্রকৃত মানবিক সেবা প্রদান করে, এমন সার্ভিসগুলো যাচাই-বাছাই করে ধাপে ধাপে প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কোভিডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ক্রিটিক্যাল রোগীদের প্রয়োজনের কথা বিবেচনা করে প্ল্যাটফর্মে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসও যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি এয়ার অ্যাম্বুলেন্স সংযুক্ত রয়েছে, যা জরুরি মুহূর্তে দ্রুত কানেক্টিভিটি নিশ্চিত করতে সহায়ক হবে।

উল্লেখ্য, roktospondon.com ওয়েবসাইটে প্রবেশ করে এখন যে কেউ সহজেই রক্তদাতা খোঁজার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স সেবার তথ্য পেতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি কিনবেন?

স্বর্ণের দাম দুনিয়ার সব রেকর্ড ছাড়াল

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

ময়মনসিংহে সরে দাঁড়ালেন ১৯ জন, ভোটে লড়বেন ৬৭ প্রার্থী

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

পার্টটাইম চাকরি দেবে এসএমসি

১০

মানবতাবিরোধী অপরাধ / জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

১১

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

১৩

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

১৪

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৯ প্রার্থী

১৫

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

১৬

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৭

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X