ঢাকার ধামরাই থেকে হাছেন আলী (৪১) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে কুশুরা ইউনিয়নের কুনি কুশুরা গ্রামের একটি বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত হাছেন আলী কুশুরা ইউনিয়নের কুনি কুশুরা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে অটো রিকশার ব্যাটারি চুরির অভিযোগে হাবিব চেয়ারম্যান ও ভাই নজরুল ইসলাম হাছেন আলীকে ব্লক তৈরির একটি ফ্যাক্টরিতে নিয়ে যায়। এরপর তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাছেন যেভাবে ফাঁস দিয়ে তাতে আত্মহত্যা করেছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানায়, হাবিবুর রহমান হাবিব কুশুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে যায়। বর্তমানে তিনি কুশুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক। চেয়ারম্যান ও তার সহযোগীরা একের পর এক অপকর্ম করে যাচ্ছে। কিছুদিন আগেও হাবিব ও তার সহযোগীরা কুশুরা এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে আইয়ুব আলীকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়। এছাড়াও বংশী নদীতে ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে অবৈধভাবে বালু বিক্রি করছে এই ইউপি সদস্য।
নিহত হাছেন আলীর স্ত্রী বলেন, আমার স্বামীকে প্রতিবেশী জুলমত নামে এক ব্যক্তির ইলেকট্রিক অটো রিকশার ব্যাটারি চুরির অপবাদ দেয়। তাকে কেউ চুরি করতে দেখে নাই এমনকি কোনো প্রমাণও নেই। তারপরও শুক্রবার রাত ১০টার দিকে হাবিব চেয়ারম্যানের ভাই নজরুল ইসলামের ব্লক তৈরির ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে নিয়ে হাবিব চেয়ারম্যান ও তার ভাই নজরুল বিচার করে। বিচারে আমার স্বামীকে মারধর করে এবং ব্যাটারি চুরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করে। পরে রাতে বাড়ি ফিরে আমার শাশুড়িকে বলে দেখ মা আমি চুরি করি নাই। তারপরও আমাকে অনেক মারছে আর এক লাখ টাকা জরিমানা করছে। তারপরেই শুনতে পাই জুলমতের বাড়ির পাশে ফাঁসি দিয়ে মারা যায়।
নিহতের স্ত্রী আরও বলেন, আমার স্বামী নিজেই ফাঁসি দিয়ে মারা গেছে নাকি যারা মারছে তারা এ ঘটনা ঘটিয়েছে এটা বলতে পারব না। জরিমানার টাকা দিতে না পারলে জমি লিখে দিতে হবে বলে জানান তিনি।
শামছুল আলম নামে এক অটোরিকশা চালক জানান, অটোরিকশায় সাধারণত চারটি ব্যাটারি থাকে। ড্রাইভিং সিটের নিচে দুইটা এবং পিছনের সিটের নিচে দুইটা ব্যাটারি সহ মোট চারটি ব্যাটারি থাকে। চারটা নতুন ব্যাটারির দাম ৬০হাজার টাকা। পুরাতন ব্যাটারির দাম ২৮-৩০ হাজার টাকা।
ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব বিচারের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি গত দুই দিন ধরে বাসায় নেই। আমার ছেলের জ্বর হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানিনা।
কুশুরা বৈন্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জব্বার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করতেছি। রোববার (৬ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টে যদি আঘাতের চিহ্ন আসে তাহলে মামলা হবে। না হলে তদন্ত মামলা হবে।
মন্তব্য করুন