কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

জাতীয় বেতন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান ২০টি বেতন গ্রেড অপরিবর্তিত রেখে নতুন পে স্কেল প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। এতে মূল বেতন প্রায় দ্বিগুণ করা হচ্ছে। নতুন কাঠামোতে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বর্তমান ব্যবস্থার মতোই বহাল রাখার সুপারিশ রয়েছে।

প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী, ২০তম গ্রেডে কর্মরত একজন সরকারি কর্মচারীর মূল বেতন হবে ২০ হাজার টাকা। ভাতা যোগ হলে ঢাকায় এই গ্রেডের একজন কর্মচারীর মোট মাসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৪২ হাজার টাকা।

অন্যদিকে সর্বোচ্চ ধাপে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে যেখানে সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা, জ্যেষ্ঠ সচিবদের ৮২ হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা, সেখানে নতুন প্রস্তাবিত কাঠামোয় সর্বোচ্চ মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসছে।

এ ছাড়া নতুন পে স্কেলে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে সীমিত রয়েছে ১১তম থেকে ২০তম গ্রেডে।

পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তে পারে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ।

পে কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের জন্য ‘ভালো প্রস্তাব’ রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আয় ও জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১০

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১১

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১২

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৩

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৪

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৫

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১৬

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১৭

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

১৮

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১৯

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

২০
X