ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ধামরাই এনসিপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ধামরাই এনসিপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ধামরাই উপজেলা এনসিপির তৃণমূলের নেতাকর্মীরা।

মনোনয়ন ঘোষণার আগে তার কোনো পরিচিতি না থাকা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকা ও স্থানীয়দের অবজ্ঞা করার অভিযোগে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন।

খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি প্রথম পর্যায়ে ধামরাই উপজেলাসহ ১২৫ আসনে তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করে। তখন আমরা ঢাকা-২০ তথা ধামরাই উপজেলার এনসিপির মনোনীত প্রার্থীর নাম জানতে পারি ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

তিনি বলেন, এই ঘোষণার আগ পর্যন্ত ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টি এবং কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং ’২৪-এর আন্দোলনেও তার কোনো ভূমিকা ছিল না। প্রার্থী ঘোষণার পরে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলার স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পারি নাবিলা তাসনিদের পেছনে রয়েছে পলাতক ফাসিস্টদের একটি শক্তিশালি চক্র।

তিনি আরও বলেন, তিনি চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাতিজি। নাবিলা তাসনিদ বাংলাদেশের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের জন্য তাকে প্রার্থী করা হয়েছে।

খোকন বলেন, তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ রয়েছে নাবিলা তাসনিম ধামরাইয়ের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি স্থানীয় সংগঠন বা সাধারণ মানুষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের উপেক্ষা করে এমন প্রার্থীকে চাপিয়ে দেওয়া তৃণমূল মেনে নেবে না বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।

তিনি বলেন, এই নাবিলা তাসনিদ পলাতক ফ্যাসিস্টদের অর্থায়নে এনসিপির ওপর ভর করে ধামরাইয়ের স্থানীয় রাজনীতিতে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নাবিলা মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষে প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, খোদেজা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা কমাটি ও কেন্দ্রীয় কমিটির কাছে নাবিলার বিরুদ্ধে আপত্তি জানান।

তিনি আরও বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ঘটনার পরে কেন্দ্রীয় কমিটি আমাদের কোনো স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা না করে, তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং তথ্য উপেক্ষা করে প্রার্থী হিসেবে নাবিলা তাসনিদকে বহাল রেখেছে। উপরোক্ত প্রার্থী নিজেই ধামরাই উপজেলার কোনো নেতাকর্মীদের সঙ্গে কখনো আলোচনা না করে নিজ বাসায় ও অনলাইনে নির্ভর করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

খোক বলেন, এ অবস্থায় উপজেলার এনসিপির স্থানীয় নেতাকর্মীগণ নাবিলা তাসনিদকে ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিলে আমি তাকে ধামরাই উপজেলাতে অবাঞ্ছিত ঘোষণা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ বিষয়ে ঢাকা-২০ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন ইঞ্জিনিয়ার সুমন নামে এক ব্যাক্তি। তিনি নিজেকে ইঞ্জিয়ার নাবিলা তাসনিদের ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে পরিচয় দেন। নাবিলা তাসনিদের পক্ষ থেকে তিনি বলেন, আমরা এ বিষয় নিয়ে এখন কিছু ভাবছি না। পরে আপনাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ ৪ জনের নিয়োগ বাতিল

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান 

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

১০

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

১১

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

১২

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

১৩

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

১৫

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

১৬

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১৭

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১৮

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১৯

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

২০
X