শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার অভিলাষ মোহন দাস। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার অভিলাষ মোহন দাস। ছবি : কালবেলা

নেত্রকোনায় পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় অভিলাষ মোহন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (২৫) মোহনগঞ্জ পালগাঁও দত্তগাতী গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঠিকাদার মো. হারুন অর রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলে অভিলাষ। একপর্যায়ে পুলিশের কনস্টেবল পদে কোনো প্রার্থী থাকলে তাকে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। হারুন অর রশিদ তার শ্যালককে চাকরি দেওয়ার জন্য সাড়ে ৬ লাখ টাকায় চুক্তি করেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে এক লাখ টাকা অগ্রিম অভিলাষের হাতে তুলে দেন তিনি। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বছর পার হলেও চাকরি আর দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে নতুন টালবাহানা শুরু করেন অভিলাষ। সম্প্রতি পুলিশে নিয়োগ প্রকাশিত হলে পুনরায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং আরও টাকা দাবি করেন অভিলাষ। সেই সঙ্গে আরও চাকরিপ্রার্থী থাকলে তাদের থেকেও টাকা নিয়ে দিতে বলেন। টাকার জন্য শনিবার শহরের সাতপাই এলাকায় হারুন অর রশিদকে দেখা করতে ডাকেন অভিলাষ। দুপুরে দেখা করে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে পালিয়ে যেতে চেষ্টা করেন অভিলাষ। এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বিকেলে থানায় মামলা করে হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বাদীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১০

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১১

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১২

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৩

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৪

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৫

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৬

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৭

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৮

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৯

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

২০
X