নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার অভিলাষ মোহন দাস। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার অভিলাষ মোহন দাস। ছবি : কালবেলা

নেত্রকোনায় পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় অভিলাষ মোহন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (২৫) মোহনগঞ্জ পালগাঁও দত্তগাতী গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঠিকাদার মো. হারুন অর রশিদ নামে এক ব্যক্তির সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলে অভিলাষ। একপর্যায়ে পুলিশের কনস্টেবল পদে কোনো প্রার্থী থাকলে তাকে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। হারুন অর রশিদ তার শ্যালককে চাকরি দেওয়ার জন্য সাড়ে ৬ লাখ টাকায় চুক্তি করেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে এক লাখ টাকা অগ্রিম অভিলাষের হাতে তুলে দেন তিনি। আর বাকি টাকা চাকরি পাওয়ার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বছর পার হলেও চাকরি আর দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে নতুন টালবাহানা শুরু করেন অভিলাষ। সম্প্রতি পুলিশে নিয়োগ প্রকাশিত হলে পুনরায় চাকরি দেওয়ার আশ্বাস দেন এবং আরও টাকা দাবি করেন অভিলাষ। সেই সঙ্গে আরও চাকরিপ্রার্থী থাকলে তাদের থেকেও টাকা নিয়ে দিতে বলেন। টাকার জন্য শনিবার শহরের সাতপাই এলাকায় হারুন অর রশিদকে দেখা করতে ডাকেন অভিলাষ। দুপুরে দেখা করে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে পালিয়ে যেতে চেষ্টা করেন অভিলাষ। এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বিকেলে থানায় মামলা করে হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বাদীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১০

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১২

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৩

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৪

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৫

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৬

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৭

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৮

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৯

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

২০
X