ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে : নাসির উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছবি : কালবেলা

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, এবারের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সকল মানুষ ভোট দিতে পারবে। কেউ যদি আমাদের দলের বিপরীত কোনো দলকে ভোট দিতে চান তবে তাতেও বাধা দেওয়া হবে না।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ঝিনাইদহের হলিধানী বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন নাসির বলেন, আমরা তৃণমূলের মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে বার্তা তা তুলে ধরতে চাই। আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে মাথায় রেখে আমাদের সংস্কারগুলো যেন তৃণমূলের কাছে পৌঁছে দিতে পারি সেজন্য কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তাগুলো সর্বোচ্চ স্তর থেকে শুরু করে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, বিএনপি গণমানুষের দল।

তিনি আরও বলেন, সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল পেতে হলে মাদ্রাসা, কারিগরি, ভেটেরিনারিসহ সকল শিক্ষার্থীদের এক মূলধারায় নিয়ে আসতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে ছাত্রদল কাজ করে যাচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নিয়ে আলোচনা চলছে। সেই রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে ও শিক্ষার্থীবান্ধব মেধাভিত্তিক একটি ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের প্রত্যেকটি সিন্ধান্তের আলোচনায় অংশীদার করতে চাই।

ছাত্রদলের শীর্ষ এ নেতা বলেন, বিগত ১৫ বছর মাদ্রাসাশিক্ষার্থী ও মাদ্রাসা নিয়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। বিশেষ করে মাদ্রাসা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার নানা রকম ষড়যন্ত্র দেশের মানুষ দেখেছে। ছাত্রদল বিগত ১৫ বছরের সেই জাল ছিন্ন করতে চায়। তারেক রহমানের নির্দেশে দেশের মূলধারার ছাত্ররাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে চায় ছাত্রদল।

লিফলেট বিতরণ কর্মসূচি শেষে বিকাল ৪টায় গত ১৮ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের শহীদ সাব্বিরের বাড়ি পরিদর্শন করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সমসয় সাব্বিরের বাবা আমেদ আলীকে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন উপস্থিত ছাত্রদল সম্পাদক নাসিরসহ নেতাকর্মীরা।।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X