সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিস স্থানান্তর, সাতক্ষীরার জেলা প্রশাসকের অপসারণ দাবি

সাতক্ষীরার তালায় বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরার তালায় বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমি অফিস স্থানান্তরে সহযোগিতা করায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের অপসারণের দাবি জানান এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভূমি অফিস রক্ষার কমিটির ব্যানারে পাটকেলঘাটা কলেজ থেকে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহ্বায়ক তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা বলেন, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত পাটকেলঘাটা ভূমি অফিসটি তালায় স্থান্তরিত করার পাঁয়তারা করছে জেলা প্রশাসক। আমরা অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রত্যাহার এবং অপসারণ চাই। শহীদদের রক্তের বিনিময়ে হওয়া নতুন বাংলাদেশে জনসাধারণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কার্যকলাপ হতে দেওয়া যাবে না। জেলা প্রশাসক এখানে চাকরি করতে এসেছেন। সসম্মানে চাকরি করতে চাইলে জনসাধারণের সঙ্গেই থাকা উচিত।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাসিল্যান্ড এই দুজন ব্যক্তির সুবিধার্থে ৪ লাখ মানুষের দুর্ভোগ কেন হবে। আমরা প্রয়োজনে সবাই মিলে ভূমি অফিস নির্মাণের জন্য ভালোমানের জায়গা ক্রয় করে দেব। তবুও আমাদের প্রাণে একবিন্দু রক্ত থাকতে আমরা তালাতে কোনোভাবে ভূমি অফিসটি নিয়ে যেতে দেব না।

মানববন্ধনে বক্তারা বলেন, আ.লীগ সরকারের প্রেতাত্মা, একটি কুচক্রিমহল ও জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁয়তারা চালাচ্ছে। পাটকেলঘাটাবাসীর পক্ষ থেকে বলে দিতে চাই, অবিলম্বে জেলা প্রশাসক যদি তার মতের পরিবর্তন না করে আমরা তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো। অবিলম্বে ভূমি অফিসটি স্থান্তরিতের কার্যক্রম বন্ধ করা না হলে আগামীতে জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলো ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহসভাপতি আলী হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহব্বত আলী, জাসদ নেতা মীর মিলন হোসেন, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দল তালা উপজেলা সভানেত্রী আফরোজা প্রমুখ।

এসব বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া মোবাইল ফোনে খুদেবার্তা দিয়েও কোনো উত্তর মেলেনি।

তবে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল জানান, উপজেলা নির্বাহী অফিসার এবং অ্যাসিল্যান্ড পদে সবসময় পদায়ন থাকে না। সেসময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুটি অফিস উপজেলা দুইপ্রান্তে হওয়ায় আমাদের কার্যক্রম ব্যহত হয়। এজন্য সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানববন্ধন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা

সান্তোসে কেমন আছেন নেইমার?

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের ১০ সদস্যের বহর

কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে 

মেসির জাদুতে রুদ্ধশ্বাস কামব্যাক, তবুও জয় পেল না মায়ামি

আনাস হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনায় দায়ী ৩ জনকে আটক

অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

১০

সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

১১

রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

১২

সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

১৩

বজ্রবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

১৪

কবি নজরুলের স্মৃতিবিজড়িত ২ বাড়ি 

১৫

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা মুক্তা গ্রেপ্তার

১৬

জাল সনদে এমপিও আবেদনে মাদ্রাসাশিক্ষকদের কঠোর নির্দেশনা অধিদপ্তরের

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থমকে গেল পাঁচ কারণে

১৮

অ্যাশেজের টানা কনসার্ট

১৯

চবির ব্যাচ-৪২ এর সভাপতি তাহিরা মিশু, সম্পাদক আলীমুল 

২০
X