সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিস স্থানান্তর, সাতক্ষীরার জেলা প্রশাসকের অপসারণ দাবি

সাতক্ষীরার তালায় বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরার তালায় বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমি অফিস স্থানান্তরে সহযোগিতা করায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের অপসারণের দাবি জানান এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভূমি অফিস রক্ষার কমিটির ব্যানারে পাটকেলঘাটা কলেজ থেকে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষার কমিটির আহ্বায়ক তালা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা বলেন, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত পাটকেলঘাটা ভূমি অফিসটি তালায় স্থান্তরিত করার পাঁয়তারা করছে জেলা প্রশাসক। আমরা অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রত্যাহার এবং অপসারণ চাই। শহীদদের রক্তের বিনিময়ে হওয়া নতুন বাংলাদেশে জনসাধারণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কার্যকলাপ হতে দেওয়া যাবে না। জেলা প্রশাসক এখানে চাকরি করতে এসেছেন। সসম্মানে চাকরি করতে চাইলে জনসাধারণের সঙ্গেই থাকা উচিত।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাসিল্যান্ড এই দুজন ব্যক্তির সুবিধার্থে ৪ লাখ মানুষের দুর্ভোগ কেন হবে। আমরা প্রয়োজনে সবাই মিলে ভূমি অফিস নির্মাণের জন্য ভালোমানের জায়গা ক্রয় করে দেব। তবুও আমাদের প্রাণে একবিন্দু রক্ত থাকতে আমরা তালাতে কোনোভাবে ভূমি অফিসটি নিয়ে যেতে দেব না।

মানববন্ধনে বক্তারা বলেন, আ.লীগ সরকারের প্রেতাত্মা, একটি কুচক্রিমহল ও জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁয়তারা চালাচ্ছে। পাটকেলঘাটাবাসীর পক্ষ থেকে বলে দিতে চাই, অবিলম্বে জেলা প্রশাসক যদি তার মতের পরিবর্তন না করে আমরা তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো। অবিলম্বে ভূমি অফিসটি স্থান্তরিতের কার্যক্রম বন্ধ করা না হলে আগামীতে জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলো ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহসভাপতি আলী হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহব্বত আলী, জাসদ নেতা মীর মিলন হোসেন, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দল তালা উপজেলা সভানেত্রী আফরোজা প্রমুখ।

এসব বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া মোবাইল ফোনে খুদেবার্তা দিয়েও কোনো উত্তর মেলেনি।

তবে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল জানান, উপজেলা নির্বাহী অফিসার এবং অ্যাসিল্যান্ড পদে সবসময় পদায়ন থাকে না। সেসময় উপস্থিত কর্মকর্তাকেই দুটি পদেই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দুটি অফিস উপজেলা দুইপ্রান্তে হওয়ায় আমাদের কার্যক্রম ব্যহত হয়। এজন্য সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সংলগ্ন এলাকায় উপজেলা ভূমি অফিসকে স্থানান্তর করতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমতি সাপেক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পাটকেলঘাটাবাসী মানববন্ধন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

১০

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

১১

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১৩

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১৪

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

১৬

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৭

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৮

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

১৯

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

২০
X