বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:০১ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

উদ্ধারকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য। ছবি : কালবেলা
উদ্ধারকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য। ছবি : কালবেলা

বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদরের মালিবাড়ী ফকিরপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৯), একই উপজেলার দক্ষিণ দুর্গাপুরের রানু মিয়ার ছেলে আব্দুল হান্নান হিরু (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে কেরামত আলী (৪৫) এবং রংপুর মিঠাপুকুরের মুরারীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশরাফুল চারটি চুরিসহ ৬ মামলার আসামি। কেরামত আলীর, আব্দুল হান্নান হিরুর বিরুদ্ধে একটি করে চুরির মামলা রয়েছে এবং ইসমাইলের বিরুদ্ধে একটি চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন বগুড়াসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। একই সঙ্গে নিজেরা বিক্রেতা সেজে বেঁচা-কেনায় জড়িত বলেও স্বীকারোক্তি দিয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লাল-কালো ও কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসির তিনটি চোরাই মোটরসাইকেল পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বগুড়া সদরের সাবগ্রাম হাট এলাকা থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (বগুড়া-ল-১১-১৪৮২) চুরি হয়। এ ব্যাপারে গত শুক্রবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন গাবতলী উপজেলার শাহ জামাল। সেই মামলার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১০

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১১

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১২

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১৩

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৪

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৫

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৬

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৭

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৮

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৯

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

২০
X