

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের একটি আখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের দুই যমজ কন্যা লামিয়া আক্তার ও লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রিফাত নামে এক ছেলে তাদের ভয়ভীতি দেখালে লামিয়া বাড়িতে পালিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল লাবণ্য। তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে লাবণ্যের পরিবার।
নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার বিকেলে আলুর জমিতে কীটনাশক দিতে যাওয়ার জন্য ওই এলাকার জনৈক আব্দুল হাকিম বাড়ির পাশে একটি আখ খেতে তার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দেরসহ লাবণ্যের পরিবারের লোকজনকে খবর দিলে তার বাবা ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে মেয়ের মরদেহ শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লাবণ্যের বাবা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার তাজুল ইসলাম জানান, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার মূল বিষয় উদঘটানে কাজ চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন