তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য দেশের জন্য উদাহরণ’

সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা
সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য যে কোনো দেশের জন্য উদাহরণ। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ণ এখানে মুখ্য বিষয় নয়। আমরা সবাই দেশের নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশি।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মিসভায় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করার পরও এক ব্যক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা হবে। শেখ হাসিনাসহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

কর্মিসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারদিকে ছড়িয়ে রয়েছে। তারা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আব্দুল মোতালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা আক্তার, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X