শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য দেশের জন্য উদাহরণ’

সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা
সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য যে কোনো দেশের জন্য উদাহরণ। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ণ এখানে মুখ্য বিষয় নয়। আমরা সবাই দেশের নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশি।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মিসভায় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করার পরও এক ব্যক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা হবে। শেখ হাসিনাসহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

কর্মিসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারদিকে ছড়িয়ে রয়েছে। তারা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আব্দুল মোতালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা আক্তার, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১০

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১১

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১২

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৩

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৪

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৫

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৬

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৭

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৮

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৯

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

২০
X