তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য দেশের জন্য উদাহরণ’

সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা
সুনামগঞ্জে বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য যে কোনো দেশের জন্য উদাহরণ। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ণ এখানে মুখ্য বিষয় নয়। আমরা সবাই দেশের নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশি।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মিসভায় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করার পরও এক ব্যক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা হবে। শেখ হাসিনাসহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

কর্মিসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারদিকে ছড়িয়ে রয়েছে। তারা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আব্দুল মোতালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা আক্তার, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

সবশেষ বাড়ানো দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ‘বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের’

বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাতিল ১৩ হাজারের বেশি ফ্লাইট

মা-শিশুর পাশাপাশি দাফন, কারাফটকে শেষ দেখা

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ভারত : প্রণয় ভার্মা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

১০

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

১১

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

১২

দেশে ভূমিকম্প অনুভূত

১৩

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

১৪

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

১৫

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

১৬

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

১৭

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

১৮

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১৯

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X