সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

উত্তরার হত্যা মামলায় ভুলে বিএনপির দুজনের নাম, প্রত্যাহার হচ্ছে নথি থেকে

মাহফুজুর রহমান নবাব ও মোরশেদ আলম লিপু। ছবি : কালবেলা
মাহফুজুর রহমান নবাব ও মোরশেদ আলম লিপু। ছবি : কালবেলা

রাজধানী উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আলী হুসেন (৪৪) নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় রোববার (৮ ডিসেম্বর) শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৮৯ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের প্রায় ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

এ মামলায় মেহেরপুর জেলার ১১ ব্যক্তির নাম রয়েছে। তাদের মধ্যে ৯ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বাকি দুজনের মধ্যে ১ জন বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এবং অপরজন স্থানীয় বিএনপি নেতার ছেলে।

নিহতের আত্মীয় খুলনার পাইকগাছা উপজেলার উত্তর ওয়াবদা বাতিখালি গ্রামের মমিন সানার ছেলে মফিজুল ইসলাম সানা বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (উত্তরা পূর্ব) আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইনে প্রকাশিত নিউজটির লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মামলায় তাদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন মাহফুজুর রহমান নবাব ও মোর্শেদ আলম লিপু। জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজুর রহমান নবাবকে মামলার আসামি করার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আরও লিখেছেন কেন্দ্রীয় যুবদল নেতা ইমরান আহমেদ প্রিন্স।

মোরশেদ আলম লিপু সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো এক নেতাকে উদ্দেশ করে লিখেছেন, ‘আর কত কি দেখব? এতদিন ছিলাম চাঁদাবাজ, এবার আবার হত্যাকারী? এগুলোর জন্য নিন্দা না ক্ষোভ জানাব তাই ভাবার বিষয়। অসংখ্য ধন্যবাদ লিডার মহোদয়।

অন্যদিকে দুবাই প্রবাসী মাহফুজুর রহমান নবাব লিখেছেন, দীর্ঘ উনিশ বছর বিএনপি রাজনীতি করে স্বাধীন দেশে আমাকে আওয়ামী লীগ বানায় দেওয়া হলো! আমি বিএনপির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি সেটা মেহেরপুর জেলা বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান জানে। এই নোংরা কার্যকলাপের বিচার কি চাইব না? যে বা যারা এই জঘন্য কাজটা করছেন তাদের খুব দ্রুত সামনে আনব। দেশনায়ক তারেক রহমানের কাছে তাদের বিচার দাবি করছি!!

এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা মাহফুজুর রহমান নবাব দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন।

নবাব ও লিপুর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলে নবাব এতে সাড়া দেয়নি। তবে মুর্শিদ আলম লিপুর সঙ্গে কথা হয় কালবেলা প্রতিনিধির।

মুর্শিদ আলম লিপু বলেন, আমি কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না। রাজনীতি আমি পছন্দ করি না। তবে আমার পরিবারের সদস্যরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। হয়রানি করার জন্যই আমাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। খোঁজ নিয়ে জেনেছি, এটা জিআর মামলা। তদন্তে গেলে এমনিই আমার নাম বাদ পড়ে যাবে।

মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার কালবেলাকে বলেন, আমি দীর্ঘ উনিশ বছর ধরে বিএনপির রাজনীতিতে নবাবকে থাকতে দেখেছি। স্বাধীন দেশে তাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হলো। গত বছরও ২৮ অক্টোবর থেকে রাজপথে আমার সঙ্গে আন্দোলনে ছিল নবাব। সে বিএনপির জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে সেটা মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল বলেন, মাহফুজুর রহমান নবাবকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে আমি মামা বলে ডাকি। নবাব ও তার পরিবারের সদস্যরা কয়েক যুগ ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। কার ইন্ধনে এবং কীভাবে এ মামলার আসামির তালিকায় তার নামিএলো সেটা খুঁজে বের করা উচিত।

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের নেতা ইমরান আহমেদ প্রিন্স কালবেলাকে বলেন, একজন নবাব একদিনে তৈরি হয়নি। জেলা পর্যায় থেকে ছাত্রদলের রাজনীতি শুরু করে তিলে তিলে গড়ে উঠেছে। আমার ধারণা কেউ হয়তো কোনো ধান্দাবাজির উদ্দেশ্যে এ মামলার আসামির তালিকায় নবাবের নাম ঢুকিয়েছে। চাঁদাবাজ ও ধান্দাবাজদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ কালবেলাকে বলেন, মাহফুজুর রহমান নবাব ছাত্র থাকাকালীন সময় থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সংযুক্ত। বিএনপির কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গেই তার সখ্য রয়েছে। উত্তরার মামলাটিতে হয়তো কোনো ভুল তথ্যের কারণে আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সময়ে সারা দেশেই এরকম একাধিক ঘটনা আমাদের চোখে পড়েছে।

এ বিষয়ে মামলার বাদী মো. মফিজুল সানা ও ঢাকা জেলা জজ আদালতের অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভুলে তাদের নাম দেওয়া হয়েছে। দ্রুত তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১১

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১২

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৩

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৪

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৫

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৬

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৭

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৮

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

২০
X